রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুই মাছ বিক্রেতা নিহত

স্বদেশ ডেস্ক
  ২৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
চার জেলায় সড়কে আরও ৪ মৃতু্য

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়ায় দুই জন মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। এছাড়াও পঞ্চগড়, কক্সবাজারের রামুতে, নওগাঁর বদলগাছীতে ও ময়মনসিংহের ভালুকায় সড়কে আরও চারজনের মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়ায় দুই জন মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। এতে আরও পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার নাকাইহাট সড়কের ধর্মপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাখালবুরুজ ইউনিয়নের উত্তর ধর্মপুর গ্রামের নরেন দাসের ছেলে হরেন চন্দ্র দাস (৫৫) ও একই গ্রামের মহেন্দ্র দাসের ছেলে প্রতাপ চন্দ দাস (৩৫)।

স্থানীয়রা জানান, একটি প্রাইভেট কার দ্রম্নতগতিতে গোবিন্দগঞ্জের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববতী মাছ বাজারে ঢুকে পরে। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলাম শাহ জানান, দুর্ঘটনার পরে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে হতাহতদের উদ্ধার করে হাসাপাতালে নিয়ে আসে। প্রাইভেট কারটি থানায় আটক রয়েছে।

কক্সবাজার প্রতিনিধি জানান, কক্সবাজারের রামুতে নিজের বাড়ির আঙ্গিনায় ফুলের বাগান পরিচর্যাকালে নিয়ন্ত্রণ হারানো পিকআপ গাড়ির চাপায় ইমারী রাখাইন (৪৯) নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন।

শনিবার রামুর ফতেখাঁরকল ইউনিয়নের অফিসেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমারী রাখাইন রামুর ফতেখাঁরকল ইউনিয়নের ১নং ওয়ার্ডের অফিসেরচর গ্রামের থোয়ে চা অং-এর মেয়ে। এছাড়াও তিনি সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

রামু থানার ওসি আবু তাহের দেওয়ান এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই চালক গাড়িটি নিয়ে দ্রম্নত পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ে গভীর রাতে ঘন কুয়াশায় রাস্তা পার হতে গিয়ে দ্রম্নতগামী ট্রাকের ধাক্কায় লাল মিঞা (৩৫) নামে এক অটোচালকের মৃতু্য হয়েছে। শুক্রবার গভীর রাতে পঞ্চগড় সদর উপজেলার জগদল এলাকার গোয়ালপাড়া কদমতলায় তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত লাল মিঞা জগদল বাজার এলাকার ময়নুল হকের ছেলে।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) রনজু আহম্মেদ জানান, প্রাথমিক সুরতাল ও তদন্তে জানা গেছে লাল মিঞা পায়ে হেটে রাস্তা পার হওয়ার সময় পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর বদলগাছীতে রাস্তার কাজে নিয়োজিত রোলারের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃতু্য হয়েছে। শনিবার উপজেলা চৌরাস্তার মোরে দুর্ঘটনা ঘটে। নিহত মালা খাতুন নওগাঁ সদর উপজেলার চুন্ডিপুর গ্রামের স্বপন মন্ডলের স্ত্রী। বদলগাছী থানার ওসি মাহবুব আলম জানায়, রাস্তার কাজে নিয়োজিত গাড়ীটি আটক করে থানায় আনা হয়েছে।

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের ভালুকায় কাভার্ডভ্যান চাপায় নূরে আলম মিঠু (৩০) নামে মোটর সাইকেল আরোহীর মৃতু্য হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হবিরবাড়ির আমতলী নামক স্থানে ঘটনাটি ঘটে।

ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

রাঙাবালি (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পরকীয়ার কারণে প্রথম স্বামী রেখে দ্বিতীয় স্বামীর ঘরে সুখের আশায় লাকি। সুখী হতে না পেরে তিন সন্তান রেখে আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে তার পরিবার এটাকে হত্যাকান্ড দাবি করছে। পটুয়াখালী জেলার রাঙাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে