সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

চকরিয়ায় মসজিদ কমিটি ঘোষণা নিয়ে সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ২৯ জানুয়ারি ২০২৪, ০০:০০

কক্সবাজারের চকরিয়া পৌর শহরের চিরিঙ্গা বায়তুল মাওয়া শাহী জামে মসজিদের কমিটি ঘোষণা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার রাতে মসজিদ কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর বাদী হয়ে বর্তমান সাধারণ সম্পাদকসহ ১৪ জনের নাম উলেস্নখ করে আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেন।

অপরদিকে মসজিদ কমিটির সদস্য হাছানগীর হোছাইন বাদী হয়ে সাবেক সাধারণ সম্পাদক আলমগীরসহ তিন জনের নাম উলেস্নখ করে আরও ৫ থেকে ৬জনকে অজ্ঞাত আসামি করে পাল্টা একটি মামলা করেন।

উলেস্নখ্য,গত শুক্রবার দুপুরে জুমার নামাজের আগে মাইক নিয়ে মসজিদ কমিটির নাম ঘোষণা করতে গেলে তাতে বাধা দেয় আগের কমিটির সাধারণ সম্পাদক আলমগীর। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আহত হয় দুই পক্ষের অন্তত ৮ জন।

চকরিয়া থানার অফিসমার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে