সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

গোপালগঞ্জ প্রতিনিধি
  ২৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান একশ' জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার জেলা পুলিশ লাইনের ড্রিলসেড কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

1

পুলিশ সুপার আল বেলী আফিফার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুন্সি আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অবঃ) গাজী বেলায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ডিআইজি মনিরুজ্জামান, অবসরপ্রাপ্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা ডা. মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান বাচ্চু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদরসহ আরও অনেকে।

পরে পুলিশ সুপার আল বেলী আফিফা বীর মুক্তিযোদ্ধাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। এ সময় তিনি সব বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে