বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

নারায়ণগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
নারায়ণগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন
নারায়ণগঞ্জ সদরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠানে ইউএনও দেদারুল ইসলাম ও মহিলা সংস্থা চেয়ারম্যান সালমা ওসমান লিপি -যাযাদি

'বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি' শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে ৪৫তম বিজ্ঞান মেলা, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতা আয়োজন করেছে। বুধবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মেলার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যান সালমা ওসমান লিপি বিজ্ঞান।

1

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম ও নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ সভাপতি শাহাদত হোসেন ভুঁইয়া সাজনু।

নারায়ণগঞ্জ সদর উপজেলার মিলনায়তন প্রাঙ্গণে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ২৫টি শিক্ষা প্রতিষ্ঠান মেলার স্টলের মাধ্যমে অংশগ্রহণ করেন। পরে জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যান সালমা ওসমান লিপি ও নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার দেদারুল ইসলাম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে