শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সারা দেশে বর্ণিল সাজে বসন্তবরণ

স্বদেশ ডেস্ক
  ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
টাঙ্গাইলের এলেঙ্গার লুৎফর রহমান মতিন মহিলা কলেজে বসন্ত উৎসবে অংশ নেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এমপি -যাযাদি

নানা আয়োজনে পহেলা ফাল্গুন উদযাপন করা হয়েছে। প্রকৃতির রঙের মতো বর্ণীল সাজে দেশের বিভিন্ন জেলায় বসন্তকে বরণ করে নেওয়া হয়েছে। বুধবার আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইলের উপশহর এলেঙ্গাস্থ লুৎফর রহমান মতিন মহিলা কলেজে বসন্ত উৎসব উদযাপিত হয়েছে। বুধবার দিনব্যাপী কলেজ মাঠে আয়োজিত ওই উৎসবে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এমপি। কলেজের প্রতিষ্ঠাতা শিল্পপতি লুৎফর রহমান মতিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোলস্না, অধ্যক্ষ শহিদুল ইসলাম, সাপ্তাহিক গণবিপস্নব পত্রিকার সম্পাদক মোশারফ হোসেন সিদ্দিকী (ঝিন্টু), কালিহাতী থানার ওসি কামরুল ফারুক, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল লতিফ মোলস্না প্রমুখ।

এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

হাবিপ্রবি প্রতিনিধি জানান, বসন্তের রঙে মেতেছে উত্তরবঙ্গের অন্যতম বিদ্যাপীঠ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। এছাড়াও ক্যাম্পাসের জায়গায় জায়গায় বাহারি ফুল ও পিঠার দোকান খুলেছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে 'পহেলা ফাল্গুন-বসন্তবরণ উৎসব' শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ। ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গানে উৎসব মুখর পরিবেশ তৈরি করে বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাংস্কৃতিক সংগঠন 'অর্ক সাংস্কৃতিক জোট'।

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকার কেরানীগঞ্জে বসন্তবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার কেরানীগঞ্জ অফিসার্স ক্লাবের আয়োজনে দিনব্যাপী এই অনুষ্ঠান হয়। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মনিজা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন আইয়ুবী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুন্নাহার, প্রকৌশলী কাজী মাহমুদউলস্নাহ, সমাজসেবা কর্মকর্তা ফখরুল আশরাফ, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা ও উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা আব্দুল আজিজ প্রমুখ।

ইউএনও মোহাম্মদ ফয়সল বিন করিম জানান, 'এক সময় বাঙালির প্রতিটা ঘরে ঘরে পিঠা বানানোকে কেন্দ্র করে উৎসবের আমেজ তৈরি হতো। বাঙালির সেই ঐতিহ্যকে ধরে রাখতে উপজেলা প্রশাসন এমন আয়োজন করেছে।'

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর সৈয়দপুরে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উদযাপিত হয়েছে। অর এ দিবস উপলক্ষে গত যুবক-যুবতী, তরুণ-তরুণী ও কিশোর-কিশোরীরা চারদিকে ঘুরেফিরে ও নতুন জামা-কাপড় পড়ে বিভিন্ন আড্ডায় যোগ দিয়েছেন। অনেক তরুণী ফুলের মালা পরে ঘুরে বেড়াচ্ছেন।

বিশেষ দিন ফাল্গুন ও ভালোবাসা দিবস পাশাপাশি হওয়াও ফুল ব্যবসায়ীরা ক'দিন থেকেই দোকানে ফুলের পসরা সাজিয়ে বিক্রির জন্য অপেক্ষায় ছিলেন।

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের নালিতাবাড়ীতে বসন্তবরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার সেজুঁতি বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা বাসন্তী সাজে বিদ্যানিকেতন চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পৃথিবীর কোথাও নেই ঋতুরাজ ছয় ঋতুর মাঝে বসন্তই ঋতুরাজ এ বসন্ত কালে কোকিলের কণ্ঠে মধুর গান। বসন্তের আবাহন পাঠ করেন মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক স্বপ্না চক্রবর্তী। বসন্তবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জয়জিৎ দত্ত শ্যামল, শিক্ষক তৌহিদুল ইসালাম খোকন, শিক্ষক মাহমুদুল আহসান লিটন, সাইদুল ইসলাম, ইসমাইল হোসেন সিরাজি প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের সিরাজদিখানে নানা আয়োজনে বসন্তবরণ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন আহম্মেদ। উপজেলার মালখানগর ইউনিয়নবাসীর আয়োজনে মালখানগর ডিগ্রি কলেজ মাঠে বেলা ১১টায় বসন্তবরণ উৎসবের উদ্বোধন করেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান রিয়াদ।

মালখানগর ইউনিয়ন যুবলীগ সভাপতি হাজী মকবুল হোসেন আনুর সভাপতিত্বে ও আহসানুল ইসলাম আমিনের সঞ্চালনায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মালখানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সানজিদা আক্তার, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী, মালখানগর হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুরুল আলম, জেলা স্বেচ্ছসেবক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে