সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

দুর্নীতি চিহ্নিত হলে প্রতিহত করা হবে

-তাজুল ইসলাম
সিলেট অফিস
  ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
সিলেটের সাগরদিঘিরপাড় ওয়াকওয়ে পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম -যাযাদি

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, উন্নয়ন চলতে থাকলে দুর্নীতি হবে। কাজ না করলে দুর্নীতি চিহ্নিত হবে না। তবে যেখানেই দুর্নীতি চিহ্নিত হবে তা প্রতিহত করা হবে।

শনিবার সিলেটের সাগরদিঘিরপাড় ওয়াকওয়ে পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পরিদর্শনকালে সিলেট-১ আসনের সংসদ সদস্য ডক্টর একে আব্দুল মোমেন, সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ সিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে এ সময় মন্ত্রী বলেন, জন আকাঙ্ক্ষা পূরণের কর্মসূচিকে স্বাগত জানাই। তবে কেউ যদি জণগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে বা ধ্বংসাত্মক কার্যক্রম করার চেষ্টা করে তাদের দমন করা হবে। এছাড়া সিলেটের উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান মন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে