সোমবার, ১৩ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

রাজস্থলীতে বন্যহাতির আক্রমণে কলাবাগান ধ্বংস

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
  ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
রাজস্থলীতে বন্যহাতির আক্রমণে কলাবাগান ধ্বংস

রাঙামাটির রাজস্থলীর পাহাড়ি অঞ্চলে বন্যহাতির আক্রমণে ধ্বংস হয়েছে প্রায় চারটি কলাবাগান। শনিবার উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের নাইক্ষ্যংছড়ায় প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে পাহাড় ও লোকালয়ে তান্ডব চালায় হাতির পাল। এতে কলাবাগানের মালিকের প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বাগান মালিকরা জানান।

বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, হাতির আবাসস্থল ও খাদ্য কমে যাওয়া, চলাচলের পথ বাধাগ্রস্ত, সীমান্তে কাঁটাতারের বেড়া ও ফাঁদ পেতে হাতি হত্যাসহ নানা কারণে লোকালয়ে নেমে আসছে বন্যহাতির পাল।

বাগান মালিকরা ও কৃষকরা জানান, গত এক সপ্তাহ ধরে হাতির পাল পাহাড়ি অঞ্চলে আমবাগান, কলাবাগান ও আমন ধানের খেতে তান্ডব চালিয়ে যাচ্ছে। কলা গাছ খেয়ে শত শত কলা গাছ উপড়ে ফেলেছে। এ ছাড়াও লিচুবাগান ও আমবাগানে আক্রমণ চালিয়েছে হাতির পাল। পাহাড় কেটে সড়ক ও নতুন বাড়িঘর নির্মাণের কারণে জনবসতি বেড়ে যাওয়ায় হাতির বিচরণক্ষেত্র নষ্ট হয়ে যায়। ফলে বাগান ও লোকালয়ে এসে হাতি ক্ষতি করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে