রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

মনপুরায় ইউপি সদস্যের আত্মীয়দের থেকে ভিজিএফ কার্ডের চাল জব্দ

মনপুরা (ভোলা) প্রতিনিধি
  ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
মনপুরায় ইউপি সদস্যের আত্মীয়দের থেকে ভিজিএফ কার্ডের চাল জব্দ

ভোলার মনপুরায় ইউপি সদস্যের ভাই ও ভায়রার কাছ থেকে ৬ বস্তা ভিজিএফ কার্ডের চাল জব্দ করেছে এলাকাবাসী। রোববার উপজেলার হাজীর হাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাঁধের হাট এলাকা থেকে এই চাল জব্দ করা হয়। পরে মনপুরা থানায় খবর দিলে পুলিশ এসে চাল উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযুক্তরা হলেন উপজেলার হাজীর হাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য জাফর মেম্বারের ভাই মাহে আলম, শাহে আলম ও ভায়রা শায়জল ব্যাপারী।

এলাকাবাসী জানান, রোববার সকালে ইউপি সদস্য জাফর মেম্বারের দুই ভাই ও ভায়রা ২টি অটোরিকশা বোঝাই করে বাড়িতে চাল নিয়ে যায়। অধিক পরিমাণে চাল নিতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তৃতীয় গাড়ি বোঝাই করে চাল নিয়ে যাওয়ার সময় বাঁধের হাটের মানুষ তাদের পথ রোধ করে জিজ্ঞাসাবাদ করে। জনসাধারাণের তোপের মুখে বস্তা বোঝাই গাড়ি ফেলে দৌড়ে পালিয়ে যায় তারা।

এ ব্যাপারে মনপুরা থানা ওসি জহিরুল ইসমলাম জানান, যেহেতেু চালগুলো সরকারি কিনা তার কোনো প্রমাণ মিলছে না। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে