শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১

'প্রাথমিক ও কিন্ডার গার্টেনের লেখাপড়ার বৈষম্য দূর করতে হবে'

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
'প্রাথমিক ও কিন্ডার গার্টেনের লেখাপড়ার বৈষম্য দূর করতে হবে'

প্রচলিত শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক বিদ্যালয় এবং কিন্ডার গার্টেনের পাঠ্যসূচির মধ্যে যে বিস্তর বৈষম্য আছে তা দূর করতে হবে বলে মন্তব্য করেছেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবির কুমার দাশ।

শুক্রবার পাবনার ঈশ্বরদী উপজেলার মধ্য অরণকোলা মাতৃছায়া কিন্ডার গার্টেন কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইউএনও তার প্রাথমিকের স্মৃতিচারণ করে বলেন, 'আমাদের সময় আমরা যখন এই বয়সে মাত্র তিনটি বই পড়েছি, তখন এই বয়সে এখনকার বাচ্চারা প্রায় ডজন খানেক বই পড়ছে। যদিও সরকারি প্রাথমিকগুলোতে বইয়ের সংখ্যা এখনো স্বাভাবিক।'

মাতৃছায়া কিন্ডার গার্টেনের পরিচালক শেখ মহসীনের সঞ্চালনায় ক্রীড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাতৃছায়া কিন্ডার গার্টেন পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী শরিফুল ইসলাম।

বিষেশ অতিথি ছিলেন ঈশ্বরদী পৌরসভা মেয়র ইসহাক আলী মালিথা, সাবেক মেয়ক এবং ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে