সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

স্বদেশ ডেস্ক
  ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ভোলায় জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে জেলা জেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয় -যাযাদি

দেশজুড়ে বিভিন্ন আয়োজনে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। জাতীয় পরিসংখ্যান দিবসের এবারের প্রতিপাদ্য 'স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান।' দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমাদের আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

খুলনা অফিস জানায়, খুলনায় জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপ-পরিচালক মো. হুসাইন শওকত।

প্রধান অতিথি বক্তৃতায় বলেন, সঠিক পরিসংখ্যান থাকলে সঠিক পরিকল্পনা প্রণয়ন করা যায়। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নেও সঠিক পরিসংখ্যান অপরিহার্য। অনুষ্ঠানে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, সিভিল সার্জন ডা. সবিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুশান্ত সরকার, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী আকমল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলমগীর কবির ও সরদার মাহাবুবার রহমান। স্বাগত বক্তৃতা করেন- খুলনা বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক আক্তার হোসেন।

স্টাফ রিপোর্টার, ভোলা জানান, ভোলায় জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা। বক্তব্য রাখেন- জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, জেলা তথ্য অফিসার মো. নুরুল আমিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান প্রমুখ।

দিবস উপলক্ষে আয়োজিত অনলাইন ও অফলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ছয়জনকে পুরস্কার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- সহকারী পরিসংখ্যান মাকসুদুর রহমান, আনিছুর রহমান, উপজেলা সহকারী পরিসংখ্যান কর্মকর্তা মো. মহিউদ্দিন, উপজেলা পরিসংখ্যান তদন্তকারী পংকজ চন্দ্র সাহা প্রমুখ।

মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক শামীম হাসানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে স্থানীয় সরকার উপ-পরিচালক শামীম হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনসহ পরিসংখ্যান অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার বারহাট্টায় জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে ইউএনও ফারজানা আক্তার ববির সভাপতিত্বে ও সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান মাইনুল হক। সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান, কৃষি অফিসার রাকিবুল হাসান, সিনিয়র মৎস্য অফিসার তানভীর আহমাদ, প্রাণিসম্পদ অফিসার ডা. শিহাব উদ্দিন, পরিসংখ্যান অফিসার মুমিনুন্নেছা শিউলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের বকশীগঞ্জে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। ইউএনও অহনা জিন্নাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা মো. রাফিউজ্জামান, মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল, উপজেলা প্রকৌশলী শামছুল হক, শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম, মেরুরচর ইউপি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক, ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি, বগারচর ইউপি চেয়ারম্যান মাসুম প্রামাণিক প্রমুখ।

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি জানান, ভোলার বোরহানউদ্দিনে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও ইউএনও রায়হান-উজ্জামানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো. রায়হান-উজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। আরও বক্তৃতা করেন- সিনিয়র উপজেলা মৎস্য বর্মকর্তা মনোজ কুমার সাহা।

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলার হলরুমে ইউএনও আব্দুলস্নাহ আল মাহমুদ ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন- উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফায়েজুর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দলু মান্নান, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ প্রমুখ।

ধুনট (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার ধুনটে ইউএনও আশিক খানের সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা হামিদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমিন, পৌর মেয়র এজিএম বাদশাহ, সহকারী প্রকৌশল কর্মকর্তা মনিরুল সাজ রিজন, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা রোজিনা আকতার সুমি, ইউপি চেয়ারম্যান মাসুদ রানা প্রমুখ।

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনীতে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও প্রীতম সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী প্রকৌশলী ফয়সাল আহমেদ, পরিসংখ্যান অফিসার মনিরুজ্জামান ও জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার মাহফুজুর রহমান।

মাভাবিপ্রবি প্রতিনিধি জানান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবনের সামনে থেকে উপাচার্য অধ্যাপক ড. ফরহাদ হোসেনের নেতৃত্বে এক আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বাংলাদেশের পরিসংখ্যান তথ্যগত বিশ্বাসযোগ্য হয়ে দেশে ও বিদেশে প্রয়োজনে কাজে লাগুক। পরিসংখ্যানকে অবশ্যই ঐকান্তিকভাবে গ্রহণ করতে হবে। নাহলে তথ্যটি ব্যবহার যোগ্য হবে না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অনুষদের ডিন ও পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ধনেশ্বর চন্দ্র সরকার, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, প্রক্টর প্রফেসর ড. মীর মো. মোজাম্মেল হক প্রমুখ।

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর নিয়ামতপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় ইউএনও ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। উপস্থিত ছিলেন- বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সুশীলসমাজের নেতা প্রমুখ।

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার বারহাট্টায় ইউএনও ফারজানা আক্তার ববির সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান মাইনুল হক। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান, কৃষি অফিসার রাকিবুল হাসান, সিনিয়র মৎস্য অফিসার তানভীর আহমাদ, প্রাণিসম্পদ অফিসার ডা. শিহাব উদ্দিন, পরিসংখ্যান অফিসার মুমিনুন্নেছা শিউলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

গাবতলী (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার গাবতলীতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক সাইফুল ইসলাম। ইউএনও নুসরাত জাহান বন্যার সভাপতিত্বে এবং উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা ও রেকসেনা আকতার, এসিল্যান্ড মাহমুদুল হাসান, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, কৃষি অফিসার মেহেদী হাসান, পরিসংখ্যান কর্মকর্তা জান্নাতুল মাওয়া ও জনস্বাস্থ্য কর্মকর্তা আলমগীর হোসেন।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার শিবগঞ্জে আলোচনা সভায় ইউএনও তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান অফিসার আমিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। আরও বক্তব্য রাখেন- উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, মহিদুল ইসলাম, শহিদুল ইসলাম শহিদ, আব্দুল মোত্তালেব, অফিস সহকারী এস.আই সাব্বির হোসেন, মেহেদী হাসান, সাংবাদিক আব্দুর রউফ রুবেল, সোহেল আক্তার মিঠু প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে