বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

জাতীয় বীমা দিবস পালিত

স্বদেশ ডেস্ক
  ০২ মার্চ ২০২৪, ০০:০০
কুমিলস্নার মোহনগঞ্জে জাতীয় বীমা দিবসেরর্ যালি -যাযাদি

'করবো বীমা গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ' এই প্রতিপাদ্যে পালিত হয়েছে জাতীয় জীবন বীমা দিবস। এ উপলক্ষের্ যালি, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে জাতীয় বীমা দিবস। শুক্রবার সকালে জেলা প্রশাসক কার্যালয় সামনে থেকে দিবস উপলক্ষে একটির্ যালি বের হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে আলোচনা সভা ও বীমা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

সভায় সভাপতির বক্তব্য দেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ এস এম মোসা। জেনিথ লাইফ ইন্সু্যরেন্সের জিএম ইবাদুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা। বীমা কোম্পানির জেলা প্রধানদের মধ্যে বক্তব্য দেন জীবন বীমার জামিল হোসেন পাটওয়ারী, জেনিথ লাইফের মো. খোরশেদ আলম হাওলাদার, কোম্পানি প্রতিনিধি একে এম লোকমান হোসেন, মাকসুদুর রহমান ও দেলোয়ার হোসেন উজ্জ্বল।

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের বকশীগঞ্জে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনালী লাইফ ইন্সু্যরেন্স কোম্পানি লিমিটেড সিনিয়র ইউনিট ম্যানেজার দুলাল মিয়া, পপুলার লাইফ ইন্সু্যরেন্স কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার মাহফুজ ইমাম, সিনিয়র এফ.এ ফরহাদ হোসেন, সাংবাদিক মনিরুজ্জামান লিমন প্রমুখ।

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি জানান, রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্যর্ যালি বের হয়।র্ যালি শেষে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও নাহিদ তামান্না। উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্সু্যরেন্সের জেনারেল ম্যানেজার শাহিমা বেগম কেয়া, ডেল্টা লাইফ ইন্সু্যরেন্স জেনারেল ম্যানেজার আব্দুর রউফসহ উপজেলার সব বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের মধুখালীতে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মামনুন আহমেদ অনীক। আরও বক্তব্য রাখেন মধুখালী প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান হেলাল, বিভিন্ন বীমা কোম্পানি প্রতিনিধিদের মধ্যে রাজিব হোসেন, আবুল কালাম আজাদ, স্বপন কুমার, রাকিবুল হাসান মিঠু ও নিত্য রঞ্জন সাহা প্রমুখ।

মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার মনোহরগঞ্জে আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও উজালা রানী চাকমা। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাসান। এছাড়াও বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ মনোহরগঞ্জ জোনের চীফ জোনাল ম্যানেজার মো. শাহআলম, নাথেরপেটুয়া অফিসের ডিজিএম মো. সোলায়মান, মনোহরগঞ্জ অফিসের ডিজিএম নেয়ামত উলস্নাহ, পপুলার লাইফ লক্ষ্ণণপুর অফিসের এজিএম আরিফুর রহমান, হাসনাবাদ অফিসের এজিএম নুরুর রহমান সোহাগ প্রমুখ।

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী। প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইন্সু্যরেন্সের আসাদুল হক, সোনালী লাইফ ইন্সু্যরেন্সের আব্দুল করিম, ডেল্টা লাইফ ইন্সু্যরেন্সের আব্দুল খালেক, প্রগতি লাইফ ইন্সু্যরেন্সের আবু সাঈদ, প্রগেসিভ লাইফ ইন্সু্যরেন্সের শামিম সরকার, পপুলার লাইফ ইন্সু্যরেন্সের (এজিম) মোজাহার আলী। শেষে রচনা প্রতিযোগীদের পুরস্কার প্রদান দেওয়া হয়।

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি জানান, খাগড়াছড়ির রামগড়ে ইউএনও মমতা আফরিন ন্যাশনাল লাইফ ইন্সু্যরেন্স কোম্পানির রামগড় সাংগঠনিক অফিসের বীমা গ্রাহকদের হাতে মেয়াদ পূর্তির চেক হস্তান্তর করেন। এ সময় ন্যাশনাল লাইফ ইনসু্যরেন্স কোম্পানির বারৈয়ারহাট জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার জহিরুল ইসলাম, রামগড় সাংগঠনিক অফিসের ইনচার্জ এজিএম পারভিন আক্তার ও এজিএম মমতাজ বেগম উপস্থিত ছিলেন।

শার্শা (যশোর) প্রতিনিধি জানান, যশোরের শার্শায় উপজেলা কমপেস্নক্স অডিটোরিয়ামে ইউএনও নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, সহকারী পলস্নী উন্নয়ন কর্মকর্তা নাসিম উদ্দিনসহ বীমার সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে