বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

চকরিয়ায় হাইওয়ে পুলিশের অভিযানে ৪৪টি যানবাহন জব্দ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ০৫ মার্চ ২০২৪, ০০:০০
চকরিয়ায় হাইওয়ে পুলিশের অভিযানে ৪৪টি যানবাহন জব্দ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ত্রি-হুইলার চলাচলের বিরুদ্ধে বিশেষ অভিযানে ৪৪টি যানবাহন জব্দ করে ১ লাখ ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গত এক মাসে এ অভিযানে মহাসড়ক থেকে ৩০টি টমটম ও ৯টি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। এছাড়া কাগজপত্র না থাকায় পাঁচটি মোটর সাইকেল জব্দ করে জরিমানা আদায় করা হয়।

1

চিরিঙ্গা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মাহবুবুল হক ভুঁইয়া বলেন, মহাসড়কে কোনো ধরনের ত্রি-হুইলার চলাচল করতে দেওয়া হবে না। এসব যানবাহনের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার প্রবণতা বেড়েই চলেছে এবং প্রাণহানির ঘটনা ঘটছে। আইন অনুযায়ী মহাসড়কে তিন চাকার যানবাহন যাতে না উঠে এ বিষয়ে চালকদের সচেতন করতে নিয়মিত মাইকিং করা হচ্ছে।

এছাড়া মহাসড়কের ২৯ কিলোমিটার অংশে তিন চাকার যান চলাচল বন্ধ করতে চিরিঙ্গা হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে