সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে ধান বাঁচাতে খালের বাঁধ কাটল জনতা

বাগেরহাট প্রতিনিধি
  ১৫ মার্চ ২০২৪, ০০:০০
বাগেরহাটে চাষকৃত ধান ও ঘেরের মাছ বাঁচাতে বিষখালি নদীতে দেওয়া বাঁধ অবশেষে কাটেন বিক্ষুব্ধ গ্রামবাসী -যাযাদি

বাগেরহাটে পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট ঠিকাদারের কাজে অতিষ্ট হয়ে চাষকৃত ধান ও ঘেরের মাছ বাঁচাতে খালের বাঁধ কেটে দিয়েছে বিক্ষুব্ধ গ্রামবাসী।

জানা গেছে, মোরেলগঞ্জ উপজেলার বিষখালি নদীতে বাঁধ দেওয়ার কারণে পানি প্রবেশ করতে না পারায় কচুয়া উপজেলার বাধাল, রাড়িপাড়া, গোপালপুর এবং মোরেলগঞ্জের বনগ্রাম ইউনিয়নের প্রায় ৪০টি গ্রাম এই খরা মৌসুমে পানিশূন্য হয়ে পড়ে। ওইসব এলাকার খাল ও পুকুরের পানি শুকিয়ে গেছে। পানির অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন মাছ ও ধান চাষিসহ স্থানীয়রা। প্রায় চার-পাঁচ মাস ধরে চলা এই পানি সংকট নিরসনে ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের কাছে বারবার ধর্না দিয়েও কোনো সুফল পায়নি চাষিরা।

বাধ্য হয়ে বুধবার বেলা ১১টায় কচুয়ার বাধাল, গোপালপুর, মোরেলগঞ্জের বনগ্রামসহ বিভিন্ন এলাকা থেকে আসা শত শত নারী-পুরুষ এক হয়ে বলেশ্বর এবং বিষখালী নদীর সংযোগস্থল কচুয়া উপজেলা অংশে দেওয়া বাঁধ কাটতে শুরু করেন। এ সময় স্থানীয় বাধাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নকিব ফয়সাল অহিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোতয়াল ইলিয়াস আলী, স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরাও বাঁধ কাটায় অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে