শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

'বাজিতপুরকে স্মার্ট উপজেলা গঠন করাই আমার লক্ষ্য'

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ১৯ মার্চ ২০২৪, ০০:০০
রকিবুল হাসান শিবলী

বাজিতপুর উপজেলাটি একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ উপজেলায় দুই লাখ ৩০ হাজার লোকের বসবাস।

সোমবার একান্ত সাক্ষাতে বর্তমান উপজেলা চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী বলেন, বাজিতপুর উপজেলাকে স্মার্ট উপজেলা হিসেবে গঠন করাই তার দ্বিতীয় বারের মত অঙ্গীকার।

তিনি বলেন, এ উপজেলায় ১২টি ব্রিজ, আর্সেনিকমুক্ত টিউবওয়েল ১৫৭টি, ওয়াশরুম ৬০টি, গ্রামীণ অবকাঠামো কাঁচা রাস্তা ৫০টিসহ আরও অনেক কাজ করেছেন। তার সময়ে বাজিতপুর উপজেলাকে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, আইন শৃঙ্খলা উন্নতি, সামাজিক নিরাপত্তা, বাল্যবিয়ে নিরোধ ও প্রশাসনকে নিয়ে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য সব জনপ্রতিনিধি, সুশীল সমাজ, রাজনৈতিক নেত্রীবৃন্দের সমন্বয়ে এলাকার সমস্যা সমাধানে সামনের পথগুলো এগিয়ে নেবেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ ও শতভাগ বিদু্যতায়নের ফলে বাজিতপুরসহ সমস্ত দেশ এখন বিদু্যতের আওতায় এসেছে। একই সঙ্গে কৃষক, শ্রমিক ও জনগণের আয় বৃদ্ধি পেয়েছে। স্থানীয় সংসদ সদস্য আফজাল হোসেনের নির্দেশে বাজিতপুর উপজেলা একটি স্মার্ট ও আধুনিক উপজেলায় রূপান্তরিত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে