শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভোলায় অজানা রোগে আক্রান্ত ২৯ শিক্ষার্থী! আতঙ্কে অভিভাবক ও শিক্ষকরা

স্টাফ রিপোর্টার, ভোলা
  ২০ মার্চ ২০২৪, ০০:০০

ভোলা সদর উপজেলার পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে এক শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাকে সেবা দিতে গিয়ে আরও ২৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে যায়। অর্থাৎ ওই ছাত্রকে যে-ই স্পর্শ করেছে সে-ই অসুস্থ হয়ে পড়েছে। মঙ্গলবার সকালে পশ্চিম ইলিশা ৪নং ওয়ার্ডে পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বর্তমানে অসুস্থ শিক্ষার্থীরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী জিহাদ জানায়, 'গণিত স্যার আমাদের ক্লাস নিচ্ছেন। হঠাৎ দেখলাম আমার মাথা ঘুরছে। এরপর পরে যাই। এমনভাবে মাথাব্যথা উঠছে মনে হয়েছে চুলগুলো উঠিয়ে ফেলি। এমন অবস্থা দেখে স্যাররা আমাকে লাইব্রেরিতে নিয়ে যায়। পরে আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালে।'

সিয়াম নামের আরেক শিক্ষার্থী জানায়, আমার সঙ্গে থাকা এক ছাত্র হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে। তাকে ধরতে গিয়ে একে একে আমরা ৫০ থেকে ৩০ জনের মত অসুস্থ হয়ে পড়েছি।'

ক্লাস শিক্ষক আবু ছাঈদ বলেন, 'আমি ক্লাস নিচ্ছি, এমন সময় জিহাদ অসুস্থ হলে তাকে অন্যদের ধরতে বলি। এর কিছুক্ষণ পরেই দেখি যেই ধরে সেই একটা চিৎকার দিয়ে ঘুরে পড়ে যায়। আমারও মাথা ঘুরেছে এবং চোখ দিয়ে হঠাৎ পানি পড়া শুরু করেছে।' আবু কালাম নামের এক অভিভাবক বলেন, স্কুল থেকে বাড়িতে ফোন দিয়ে জানায় আমার ছেলে অসুস্থ হয়ে পড়েছে। স্কুলে গিয়ে দেখি কেউ মাথা থাপ্পরাচ্ছে, আর কেউ অজ্ঞান অবস্থায় আছে। যে ধরে সেই অসুস্থ হয়ে যায়। এখন এটা কি রোগ সেটা তো জানি না।'

দক্ষিণ চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, গণিত ক্লাসে হঠাৎ এক ছাত্র অসুস্থ হয়ে পড়ে। আমরা বিষয়টি স্বাভাবিক মনে করে তার বাবা মাকে খবর দিয়েছি এবং ওই ছাত্রকে প্রাথমিক সেবা দিচ্ছি। এর মধ্যেই দেখি যারাই এ ছাত্রকে ধরে সেই একটা চিৎকার দিয়ে মাথা ঘুরে পড়ে যায়। পরে ৯৯৯ এ ফোন দিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে তাদের হাসপাতালে আনি।

ভোলা সদর হাসপাতালের আরএমও ডা. তায়েবুর রহমান বলেন, 'এখন পর্যন্ত হাসপাতালে ২৪ শিক্ষার্থী ভর্তি হয়েছে। আরও আসছে। আমরা সবাইকে চিকিৎসা দিচ্ছি এবং কাউন্সিলিং করছি। আশা করি, শিগগিরই তারা সুস্থ হয়ে উঠবে।' এ রিপোর্ট লেখা পর্যন্ত আরও শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে