শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

উজিরপুরে জনগুরুত্বপূর্ণ কাজ নিয়ে গড়িমসির অভিযোগ

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
  ২০ মার্চ ২০২৪, ০০:০০

বরিশালের উজিরপুরে স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের উপসহকারী প্রকৌশলী ছাইফুর রহমানের বিরুদ্ধে জনগুরুত্বপূর্ণ কাজ না করার অভিযোগ পাওয়া গেছে। এ কারণে ওই কর্মকর্তার অপসারণ দাবি করেছেন স্থানীয় জনগণ।

সূত্র থেকে জানা গেছে, উপজেলার বামরাইল বাজারের কাছে একটি জনগুরুত্বপূর্ণ কালভার্ট মেরামতের জন্য উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের দপ্তরে আবেদন করেন স্থানীয় জনসাধারণ। এরই ধারাবাহিকতায় উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু উপজেলা প্রকৌশল দপ্তরে উপসহকারী প্রকৌশলী বামরাইল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ছাইফুর রহমানকে কালভার্ট মেরামতের প্রস্তুতিপত্র (স্টিমিট) তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেন।

কিন্তু উপসহকারী প্রকৌশলী ছাইফুর রহমান নির্দেশনা অমান্য করে তালবাহানা শুরু করেন। ফলে উপজেলা চেয়ারম্যান বাচ্চু বিষয়টি উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায়কে জানান। অভিযোগ পেয়ে উপজেলা প্রকৌশলী উপসহকারী প্রকৌশলীকে সরেজমিন গিয়ে প্রস্তুতিপত্র তৈরি করার নির্দেশনা দেন। কিন্তু দিন সপ্তাহ মাস পেরিয়ে গেলেও প্রকৌশলী ও চেয়ারম্যানের নির্দেশ উপেক্ষিত থেকে যায়। পরে গত সোমবার উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু নিজে উপজেলা প্রকৌশলীর দপ্তরে গিয়ে ছাইফুরের কাছে কালভার্টটির কাজ কেনো হয়নি জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

বিষয়টি নিয়ে উজিরপুর উপজেলা প্রকৌশল দপ্তরের সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রকৌশলী ছাইফুরকে উজিরপুর থেকে অভিযোগের ভিত্তিতে স্ট্যান্ড রিলিজ করা হলেও অদৃশ্য কারণে পুনরায় উজিরপুরে ফিরে আসেন।

এ বিষয়ে উজিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু ক্ষোভ প্রকাশ করে বলেন, 'বামরাইলের স্থানীয় জনগণ কালভার্টটির ভগ্নদশার কথা আমাকে জানালে উপজেলা পরিষদ থেকে বিশেষ বরাদ্দ রেখে সংশ্লিষ্ট প্রকৌশলী বিভাগের কাছে প্রস্তুতিপত্র (স্টিমিট) তৈরির জন্য বলি। এরপরেও ওই উপসহকারী প্রকৌশলী এখন পর্যন্ত কাজ সম্পন্ন করেননি, এটা খুবই দুঃখজনক।'

এ বিষয়ে অভিযুক্ত উজিরপুর এলজিইডির উপসহকারী প্রকৌশলী ছাইফুর রহমান জানান, 'উপজেলা চেয়ারম্যান ওই কালভার্টটি মেরামত করার জন্য বলেছিলেন। কিন্তু সেটা সম্ভব না। কারণ ওই কালভার্ট পুনর্নির্মাণ করতে হবে। তা ছাড়া অন্য কাজে ব্যস্ত থাকায় কাজটি করতে পারিনি।'

এ ব্যাপারে উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায় বলেন, 'উপজেলা চেয়ারম্যানের নির্দেশ মতো কাজটি উপসহকারী প্রকৌশলী ছাইফুর রহমান করতে পারেননি। কিন্তু আমি নিজেই ওই স্থানে পরিদর্শন করে দেখে এসেছি। খুব শিগগিরই কাজটি শুরু করতে পারব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে