শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
বরই কাঁটা দিয়ে রাস্তা বন্ধ

রমজান মাসেও কালিয়াকৈরে অবরুদ্ধ তিন পরিবার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  ২০ মার্চ ২০২৪, ০০:০০

গাজীপুরের কালিয়াকৈরের দুয়ানীচলা এলাকায় বরই কাঁটা দিয়ে একমাত্র যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ায় প্রায় এক সপ্তাহ ধরে অবরুদ্ধ হয়ে আছেন তিন পরিবারের লোকজন।

এ ব্যাপারে সরেজমিন গেলে অবরুদ্ধ পরিবারের চান মিয়াসহ তার পরিবারের লোকজন জানান, তাদের বাড়িতে যাতায়াতের একমাত্র রাস্তাটি পাশের বাড়ির আবদুল হকের ছেলে আফসার ও শামিম প্রায় এক সপ্তাহ ধরে বরই কাঁটা দিয়ে বন্ধ করে দিয়েছেন। এতে তারা বাড়ি থেকে বেড় হতে পারছেন না এবং কোনো লোকও তাদের বাড়িতে যেতে পারছে না। ভুক্তভোগীরা এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আহসান মিয়াকে জানালে তিনি স্থানীয় মাতবরদের নিয়ে রাস্তাটি খুলে দিতে বলেন। কিন্তু আফসার মিয়া ও শামীমসহ তার পরিবারের লোকজন রাস্তা থেকে কাঁটা সরিয়ে দেননি। এতে ওই এলাকার তিন পরিবার প্রায় এক সপ্তাহ ধরে অবরুদ্ধ হয়ে আছে।

রাস্তা বন্ধ করে দেওয়া আফসার ও ফরহাদ শামিম জানান, 'চান মিয়াসহ অন্যরা আমাদের প্রতিবেশী। রমজান মাসে আমার বাড়ির পানি খাওয়ার কল নষ্ট হয়ে গেছে। এজন্য আমরা তাদের বাড়ির মটার থেকে পানি পান করার জন্য চেয়েছিলাম। ওরা আমাদের পানি দেয়নি। এজন্য আমরা আমাদের জমির ওপর দিয়ে তাদের যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছি। এছাড়া আমার চাচা তাদের কাছে জমি বিক্রি করেছে। কিন্তু তারা নানাভাবে আমাদের ক্ষতি করে আসছে। যেহেতু তারা আমাদের ক্ষতি করে আসছে এজন্য আমরা আমাদের জমির ওপর দিয়ে তাদের যেতে দেব না। রাস্তায় বরই কাঁটা দিয়ে বন্ধ করে দিয়েছি।'

এ ব্যাপারে স্থানীয় আবুল বাসার জানান, 'প্রতিবেশীদের চলাচলের জন্য একমাত্র রাস্তা বন্ধ করা ঠিক হয়নি। আশা করি যারা রাস্তা বন্ধ করেছেন তারা কাঁটা সরিয়ে দেবেন এবং প্রতিবেশীরা চলাচল করতে পারবে।'

স্থানীয় ইউপি মেম্বার আহসান মিয়া জানান, 'বিষয়টি আমি জানার পর দুই পক্ষকে নিয়ে বসেছিলাম। আমি রাস্তার কাঁটা সরিয়ে ফেলার জন্য বলেছি। কিন্তু তারা এখন পর্যন্ত রাস্তা পরিষ্কার করে দেয়নি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে