রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপিত

স্বদেশ ডেস্ক
  ২৭ মার্চ ২০২৪, ০০:০০

সারাদেশে বিপুল উৎসাহ উদ্দীপনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। শহীদ বেদির সামনে ৩১ বার তোপধ্বনি ও পুষ্পার্ঘ্য অর্পণের পর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, কুচকাওয়াজ, শোভাযাত্রা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- স্টাফ রিপোর্টার, যশোর জানান, যশোরে বিজয়স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজয়স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়। শামস-উল হুদা স্টেডিয়ামে বেলুন উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইলে জেলা প্রশাসক কায়ছারুল ইসলামের সভাপতিত্বে বরেণ্য অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক বীর প্রতীক, সাবেক কমান্ডার খন্দকার জহুরুল হক ডিপটি, সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ বীর বিক্রম, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মুহাম্মদ আলী। স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, পৌর মেয়র মিসেস নায়ার কবীর, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিট, জেলা পরিষদ, সড়ক ও জনপথ বিভাগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। স্টাফ রিপোর্টার, মাদারীপুর জানান, মাদারীপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ ইসমাইল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যনালের বিচারক জাকির হোসেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদসহ বিচার বিভাগের অন্যান্য বিচারক এবং কর্মকর্তারা। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা জানান, চুয়াডাঙ্গায় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার এবং স্বাধীনতা বীর শহীদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধায় পৌর পার্কের মুক্তিযুদ্ধের বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন সংসদ সদস্য শাহ্‌ সারোয়ার কবীর, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, জেলা আওয়ামী লীগের সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, পুলিশ সুপার কামাল হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল, গাইবান্ধা প্রেস ক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুরে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক শামীম হাসান, পুলিশ সুপার এ এস এম নাজমুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহে পৌর স্মৃতিসৌধ পার্কে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, ঝিনাইদহ প্রেস ক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কুড়িগ্রামে স্বাধীনতার বিজয়স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহাফুজুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, কুড়িগ্রাম প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা। পরে কুড়িগ্রাম কালেক্টরেট হলরুমে 'জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন' শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। দিবসটি উদযাপনে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্ট মূল্যায়ন করে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারীদেরকে পুরষ্কৃত করা হয়। কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোদাব্বের হোসেন প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করায় তাকেও কুড়িগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। বিকাল ৩টায় কুড়িগ্রাম শেখ রাসেল অডিটরিয়ামে মুক্তিযোদ্ধা এবং মৃত মুক্তিযোদ্ধার পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়। ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরে শহীদ স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ করেন সংসদ সদস্য এ. কে. আজাদ, সংরক্ষিত মহিলা আসনের এমপি ঝর্না হাসান, জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, জেলা আওয়ামী লীগ ও তার সব সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল, ফরিদপুর প্রেস ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকার কেরানীগঞ্জে করেন ইউএনও আবু রিয়াদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, সহকারী কমিশনার (ভূমি) মনিজা খাতুন, সালাউদ্দিন আইয়ূবী, ওসি মামুন-অর রশীদ, মোস্তফা কামাল প্রমুখ। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইওএনও আহসান মাহমুদ রাসেল। বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, তারাবো পৌরসভা মেয়র হাসিনা গাজী, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমান উলস্নাহ প্রমুখ। গাজীপুর প্রতিনিধি জানান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) পরিচালক ড. ফেরদৌসী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারি'র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। বিশেষ অতিথি ছিলেন পরিচালক ড. তারিকুল ইসলাম, ড. আব্দুলস্নাহ ইউছুফ আখন্দ, ড. নজরুল ইসলাম, ড. মুন্সী রাশীদ আহমদ, ড. আবু হেনা ছরোয়ার জাহান, ড. এম এম কামরুজ্জামান, ড. মতিয়ার রহমান প্রমুখ। বেরোবি প্রতিনিধি জানান, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ। পর আলোচনা সভায় বিশেষ অতিথি ছিরলন ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ। সভাপতিত্ব করেন বেরোবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. বিজন মোহন চাকী। অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন আসাদুজ্জামান মন্ডল আসাদ, অধ্যাপক শেখ মাজেদুল হক, অধ্যাপক মোহাম্মদ মাহামুদুল হক প্রমুখ। কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়ায় কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক এহেতেশাম রেজা, বীর মুক্তিযোদ্ধারা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং জেলা সব দপ্তরের প্রতিনিধি ও স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ। ইবি প্রতিনিধি জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর শেখ আবদুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম আলী হাসান। গাজীপুর প্রতিনিধি জানান, জাতির বীর সন্তানদের ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান। এ সময় উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোলস্না মাহফুজ আল-হোসেন, বিভিন্ন অনুষদের ডিন,

পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের পরিচালক, দপ্তর প্রধান, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা।

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের বাজিতপুরে সংসদ সদস্য আফজাল হোসনের নেতৃত্বে আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, পৌর মেয়র আনোয়ার হোসেন আশরাফ, বাজিতপুর বাজার চেম্বার অফ কমার্সের সভাপতি সানোয়ার আলী শাহ্ সেলিম, হিলচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম।

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি জানান, ঈশ্বরদীতে বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন পাবনা-৪ আসনের সাংসদ গালিবুর রহমান শরীফ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া, ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি মোস্তাক আহম্মেদ কিরন, যুবনেতা শিরহান শরীফ তমাল, পাবনা বার কাউন্সিলের সভাপতি আক্তারুজ্জামান মুক্তা প্রমুখ।

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর মনোহরদীতে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অপর্ণ করেন উপজেলা আওয়ামী লীগ, উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, উপজেলা চেয়ারম্যান এম এস ইকবাল আহমেদ, মনোহরদী পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, সহকারী কমিশনার (ভ‚মি) মারুফ দস্তেগীর, ওসি আবুল কাশেম ভ‚ঁইয়া, বীর মুক্তিযুদ্ধা মতিউর রহমান তারা প্রমুখ।

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইনের সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড পরির্দশন, কুচকাওয়াজ ও ডিসপ্লের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভ‚মি) সাফফাত আরা সাঈদ, ওসি আব্দুল্লাহ আল তায়েবীর, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, কেন্দ্রীয় আওয়ামী নেতা মাকসুদ আলম ডাবলু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এম মাহবুব উল্লাহ কিসমত প্রমুখ।

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের লাখাইয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ ও ইউএনও নাহিদা সুলতানা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় অংশগ্রহণ করেন ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, ওসি আবুল খায়ের, ওসি (তদন্ত) চম্পক দাশ প্রমুখ।

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুল্লাহর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল ইসলাম, ওসি রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান প্রমুখ।

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ ফয়সল বিন করিম, সহকারী কমিশনার (ভ‚মি) শাহানাজ পারভীন বীথি, ওসি আব্দুল ওহাব, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন প্রমুখ।

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি জানান, চারঘাটে ইউএনও সাইদা খানমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, পৌর মেয়র একরামুল হক, উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান আলমাস, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, চারঘাট প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু প্রমুখ।

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি জানান, খাগড়াছড়ির দীঘিনালায় উপজেলা চেয়ারম্যান মো. কাশেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ ও ওসি নুরুল হক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। একই সময় প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, স্কাউট ও গার্লস গাইড সদস্যরা কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীর আল কামাহ তমাল, ওসি মোস্তাফিজুর রহমান। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধি, রাজনৈতিক নেতা ও মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন।

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, ওসি শাহিনূজ্জামান খান ও পাগলা থানার ওসি মোহাম্মদ খায়রুল বাশার প্রমুখ।

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের দেলদুয়ারে ইউএনও শাকিলা পারভীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, ভাইস চেয়ারম্যান এস এম এহসানুল হক সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) প্রশান্ত বৈদ্য, ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার ফজলুল হক প্রমুখ।

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর আত্রাইয়ে উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ওমর ফারুক সুমন। উপস্থিত ছিলেন সাবেক এমপি ওহিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এবাদুর রহমান, এসি ল্যান্ড অঞ্জন কুমার দাস প্রমুখ।

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের বেলকুচিতে সহকারী কমিশনার (ভ‚মি) শিবানী সরকারের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রতœা বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বেগম আশানুর বিশ্বাস, বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, ওসি আনিছুর রহমান প্রমুখ।

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত এ খুদার সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, ওসি মামুন আল রশিদ প্রমুখ।

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন, ওসি সুমন কুমার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক ও মনিরুল ইসলাম মন্টু প্রমুখ।

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, ফটিকছড়িতে উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সালামত উল্লাহ চৌধুরী শাহীন, উপজেলা আ’লীগের সম্পাদক নাজিমুদ্দিন মুহুরি প্রমুখ।

ভ‚ঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, ভ‚ঞাপুরে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, সহকারী কমিশনার (ভ‚মি) ফাহিমা বিনতে আখতার, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি।

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, শান্তিগঞ্জে শহিদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সংসদ সদস্য এম এ মান্নান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, ওসি কাজী মুক্তাদীর হোসেন, উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ ও মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার।

শাবি প্রতিনিধি জানান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন, কোষাধ্যক্ষ আমিনা পারভীন, বিভিন্ন দপ্তর প্রধান, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর নিয়ামতপুরে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। উপস্থিত ছিলেন ইউএনও ইমতিয়াজ মোরশেদ ও ওসি মাইদুল ইসলাম। কুচকাওয়াজ অনুষ্ঠানের পর বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

পলাশ (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর পলাশে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল্লাহ। পরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পোরশায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ইউএনও আরিফ আদনান। কুচকাওয়াজে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, ওসি আতিয়ার রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী ছালাম প্রমুখ।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের পার্বতীপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। দিবসটির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক। উপস্থিত ছিলেন ইউএনও ফাতেমা খাতুন, পৌর মেয়র আমজাদ হোসেন প্রমুখ।

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটির রাজস্থলীতে ইউএনও এএইচ ইরফান উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। অংশগ্রহণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, ওসি মো. ইকবাল হোসেন, উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডা. রুইহলাঅং মারমা প্রমুখ।

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি, ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মÐল সাবু, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম, ওসি মোস্তাফিজুর রহমান প্রমুখ।

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি জানান, মাদারীপুরের রাজৈরে কুচকাওয়াজে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা, ওসি আসাদুজ্জামান হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর রাণীনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট ওমর ফারুক সুমন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ দুলু। এছাড়াও ওসি আবু ওবায়েদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম উপস্থিত ছিলেন।

গাবতলী (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার গাবতলীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ডা. মোস্তফা আলম নান্নু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা ও রেকসেনা আকতার।

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গাইবান্ধার সাঘাটায় উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মনোরঞ্জন বর্মণ, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হুদা দুদু, অফিসার ইনচার্জ মমতাজুল হক, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী, মৎস্য অফিসার এমদাদুল হক প্রমুখ।

সালথা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের সালথায় উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমান বালীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর। উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, (ওসি) ফায়েজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া প্রমুখ।

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়া সারিয়াকান্দিতে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। কুচকাওয়াজ প্রদর্শনে অংশ নেন পুলিশ, আনসার ভিডিপি, বাংলাদেশ স্কাউট এবং স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা।

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি জানান, কাহারোলে জাতীয় পতাকা উত্তোলন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য জাকারিয়া জাকা। এ সময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, উপজেলা পরিষদ প্যানেল-১ চেয়ারম্যান মৌসুমী আক্তার ও কাহারোল থানা অফিসার ইনচাজ ফারুকুল ইসলাম।

শার্শা (যশোর) প্রতিনিধি জানান, যশোরের শার্শায় শার্শা উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা থানার ওসি শেখ মো. মনিরুজ্জামান, বেনাপোল পোর্ট থানা ওসি সুমন ভক্ত, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী এমএম মামুন হাসান প্রমুখ।

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী অধ্যাপক রোমানা আলী টুসি। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন, সহকারী কমিশনার (ভ‚মি) আল মামুন, ওসি আকবর আলী খান, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান প্রমুখ।

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ এসএম আশরাফুল আলম।

এ ছাড়া উপস্থিত ছিলেন অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, ইউপি চেয়ারম্যান সিকদার উজির আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা সিকদার আতিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুর রহমান, প্রেস ক্লাব মোল্লা হাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান প্রমুখ।

মদন (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার মদনে তিন শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও শাহ আলম মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সহকারি কমিশনার (ভ‚মি) এ.টি. এম আরিফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার হেলাল উদ্দিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন চৌধুরী, আয়েশা আক্তার, ইউপি চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুন, বীরমুক্তিযোদ্ধা ছদ্দু মিয়া, শাহজাহান প্রমুখ।

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ঘাটাইলে ইউএনও ইরতিজা হাসানের সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা সুলতানা শিল্পী। অন্যদের মধ্যে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) কিশোর কুমার দাস, উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী এ.কে এম হেদায়েত উল্লাহ, উপজেলা পরিসংখ্যান অফিসার মনিরুজ্জামান খান মনির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম প্রমুখ।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ঘোড়াঘাটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভ‚মি) মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মাদ তৌহিদুল আনোয়ার, ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ, ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা কৃষি অফিসার মো. রফিকুজ্জামান প্রমুখ।

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি জানান, শরীয়তপুরের গোসাইরহাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাব্বির সাজ্জাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সরকারি শামসুর রহমান কলেজের অধ্যক্ষ ফজলুল হক, গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ পুষ্পেন দেবনাথ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোহাম্মদ আবুল খায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. নাজমা বেগম প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্তকর্তা মো. শাহাবুদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান প্রমুখ।

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের ইসলামপুরে অনুষ্ঠানে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, ইসলামপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মানিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাস, ওসি সুমন তালুকদার।

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি জানান, কচুয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম, ওসি মহসীন হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদক শিকদার কামরুল হাসান কচি, মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার সিকদার হাবিবুর রহমান প্রমুখ।

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ। উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানার অফিসার্স ইনচার্জ এএমএম নাসিম বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহসান, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম প্রমুখ।

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশতাকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) তামারা তাসবিহা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. দাউদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন প্রমুখ।

কয়রা (খুলনা) প্রতিনিধি জানান, কয়রায় উপজেলা নির্বাহী অফিসার বি এম তারিক উজ জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান। বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা কাজী মুস্তাইন বিল্লাহ, কৃষি কর্মকর্তা আন্দুল্যাহ আল মামুন, উত্তর বেদকাশী ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, বিআরডিবি অফিসার হরশিষ রায় প্রমুখ।

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। এ সময় উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আমিরুল আরাফাত, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, থানার অফিসার ইনচার্জ আকিবুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদী মাধবদীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পৌর মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক, মাধবদী পৌরসভার সব কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা। উপস্থিত ছিলেন মাধবদী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ খান অপূর্বসহ যুবলীগ, স্বেচ্ছা সেবকলীগ, তাঁতী লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের অন্য নেতাকর্মী।

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি জানান, কুমিল্লার নাঙ্গলকোটে উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সদস্য সচিব অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়া, পৌর মেয়র আব্দুল মালেক, ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান কুলসুম আক্তার, প্রেস ক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক শেখ রাসেল, উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ।

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ম্ক্তুাগাছায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য কৃষিবিদ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, পৌর মেয়র বিল্লাল হোসেন সরকার, উপজেলার পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরব আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং নারী ও শিশু কোর্টের পিপি অ্যাডভোকেট বদর উদ্দিন আহমেদ, ওসি ফারুক আহমেদ।

সালথা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের নগরকান্দায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শাহদাব আকবার লাবু চৌধুরী। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির, পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার, সহকারী কমিশনার (ভ‚মি) সোনিয়া হোসেন জিসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল, নগরকান্দা থানার ওসি মোহাম্মদ আমিনুর রহমান, জেলা পরিষদ সদস্য হাফিজুর রহমান শরিফ প্রমুখ ছিলেন।

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি জানান, গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর, উপজেলা নির্বাহী অফিসার রাসেদুজ্জামান, অফিসার ইনচার্জ জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম ও মুক্তিযোদ্ধা এমএ খায়ের মিয়া, মো. সিদ্দিকুর রহমান শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার নন্দীগ্রামে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মÐল প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে