শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কোস্ট গার্ডের স্বাধীনতা দিবস উদযাপন

নতুনধারা
  ২৭ মার্চ ২০২৪, ০০:০০

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরসহ সব জোন, বেইস, জাহাজ, স্টেশন এবং আউটপোস্টে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়। মঙ্গলবার বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, দিবসটি উপলক্ষে কোস্ট গার্ড সদর দপ্তরসহ জোনের সব মসজিদে বাদ জোহর স্বাধীনতা যুদ্ধে শাহাদতবরণকারী বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত, দেশের শান্তি-সমৃদ্ধি এবং উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া কোস্ট গার্ড সদর দপ্তরসহ সব জোন, বেইস, জাহাজ, স্টেশন, আউটপোস্টে সর্বস্তরের সামরিক, অসামরিক সদস্যদের মাঝে 'বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক' ভিডিও চিত্র প্রদর্শন এবং আলোচনা সভার আয়োজন করা হয়। পাশাপাশি কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ কর্তৃক বাংলা কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে বিসিজিএস রাঙ্গামাটি, কোস্ট গার্ড বার্থ রূপসায় (খুলনা) বিসিজিএস তানভীর, দিগরাজ, মংলায় বিসিজিএস মনসুর আলী, কোস্ট গার্ড বার্থ চট্টগ্রামে বিসিজিএস শ্যামল বাংলা, পতেঙ্গায় বিসিজিএস সৈয়দ নজরুল এবং বিসিজি স্টেশন আন্দারমানিক কোস্ট গার্ড পন্তুন পটুয়াখালীতে বিসিজিএস বগুড়া বেলা ১২টা হতে ৪টা পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে