শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

মনোহরদীতে নির্মাণ কাজ শেষ না হতেই পাকা সিঁড়িতে ধস

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
  ০১ এপ্রিল ২০২৪, ০০:০০
মনোহরদীতে নির্মাণ কাজ শেষ না হতেই পাকা সিঁড়িতে ধস

নরসিংদী জেলার মনোহরদীতে পুকুরে সিঁড়ি নির্মাণ কাজ শেষ না হতেই সেটির শাটার খোলার সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। প্রায় ১৫ লাখ টাকার প্রাক্কলনে নির্মিত এ সিঁড়ি গত শনিবার সকালে ভেঙে পড়ে বলে জানা যায়।

মনোহরদীর চরমান্দালীয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকার বেগালতা বাড়ি জামে মসজিদের পুকুরে এলজিইডির অর্থায়ন ও ব্যবস্থাপনায় একটি পাকা সিঁড়ি নির্মাণ কাজ হচ্ছিল। প্রায় ৩৫ ফুট লম্বা ও ১৫ ফুট প্রস্ত এ সিঁড়ির প্রাক্কলিত ব্যয় ধরা ছিল ১৪ লাখ ৭০ হাজার টাকা।

এলাকাবাসী জানান, শনিবার সকাল ১০টার দিকে এর শাটারিং বা সেন্টারিং খোলার সময় এটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স দুর্জয় এন্টারপ্রাইজের প্রোপাইটর আমজাদ হোসেন জানান, এ সিঁড়িটিতে মাত্র ৫ দিন আগে ঢালাই কাজ সম্পন্ন হয়। ২৮ দিনের আগে এর শাটারিং খোলার প্রশ্নই ছিল না। লেবারদের ভুলে আজ তার অনুমতি ছাড়া এর শাটারিং খুলতে যায়। এ সময় সিঁড়িটি ধসে পড়ে। ভাগ্যিস লেবাররা কেউ চাপা পড়েননি।

অপর এক প্রশ্নের জবাবে তার দাবি এতে মালামাল ব্যবহারে কোনো কমতি বা ঘাটতি ছিল না।

এ ব্যাপারে মনোহরদী উপজেলা প্রকৌশলী মীর মাহিদুল ইসলাম জানান, খবরটি তিনি শুনেছেন। মাত্র ৫ দিন আগে সিঁড়িটির ঢালাই কাজ শেষ হয়। ২৮ দিন আগে এর শাটারিং খোলার সুযোগ নেই। লেবাররা এটি এত আগে খোলার কারণেই এ দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে তিনি ধারণা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে