শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

বঙ্গবন্ধুর সমাধিতে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
  ০১ এপ্রিল ২০২৪, ০০:০০
বঙ্গবন্ধুর সমাধিতে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের একাংশের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি -যাযাদি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের একাংশের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি। রোববার সকালে সংগঠনটির নবনির্বাচিত সভাপতি সওকত হোসেন মুকুল ও সাধারণ সম্পাদক আফজাল হোসেনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

1

এ সময় কমিটির উপদেষ্টা টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের গোপালগঞ্জ প্রতিনিধি মেহেদী হাসান, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি রুবেল শেখ, আব্দুল হাকিম, অহিদুজ্জামান শেখ, মোন্না মোলস্না, রুহুল আমিন মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মনিরুল ইসলাম, জসিম মুন্সি, জয়নাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইউসুব আলী শেখ, জেসমিন আক্তার, কোষাধ্যক্ষ সমেশ বৈরাগী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রফুলস্ন কুমার বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

উলেস্নখ্য, গত ২৭ মার্চ টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের একাংশ ২০২৪-২৬ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে