শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
৯টি ইউনিয়নে দশ বছর ধরে একই কমিটি

তিতাসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে একাধিক ব্যক্তি!

তিতাস (কুমিলস্না) প্রতিনিধি
  ০১ এপ্রিল ২০২৪, ০০:০০
তিতাসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে একাধিক ব্যক্তি!

কুমিলস্নার তিতাসের ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে একাধিক ব্যক্তি বহায় থাকায় বিতর্কের সৃষ্টি হয়েছে। দুইজন তাদের স্বপদ দাবি করে আসছেন। এ নিয়ে ফেজবুকে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যা নিয়ে মাঠপর্যায়ে অপ্রীতির ঘটনার আশঙ্কা করা হচ্ছে।

জানা যায়, ২০১৪ সালের ১৩ নভেম্বর পরবর্তী তিন বছরের জন্য এইচএম এখলাছকে সভাপতি ও মজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি অনুমোদন দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূঁইয়া। সম্প্রতি সভাপতি এইচএম এখলাছকে সভাপতি ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শহীদুলস্নাহর নাম সংবলিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত একটি তালিকা ফেজবুকে ভাইরাল হলে বিতর্কের সৃষ্টি হয়।

মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাক ভূঁইয়া মোস্তফা জানান, মজিদপুরের কমিটিতে প্রথম থেকে জাহাঙ্গীর আলম সরকার সাধারণ সম্পাদক ছিলেন। কমিটির পরবর্তী সময় তিনি দলীয় কর্মকান্ডে নিষ্ক্রিয় থাকায় সেখানে মজিদপুর গ্রামের শাহ আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছিল। দুই বছর পর তাকে বাদ দিয়ে আবার জাহাঙ্গীর আলম সরকারকে স্বপদে বহাল করে উপজেলা কমিটি।

ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাবি করা শফিকুল ইসলাম শহীদুলস্নাহ বলেন, 'মজিবুর রহমান দেশের বাহিরে অবস্থান করায় আমাকে সাধারণ সম্পাদক করা হয়েছিল। এর যাবতীয় কাগজপত্র আমার কাছে আছে।'

এদিকে, সাধারণ সম্পাদক দাবি করা আরেকজন মজিবুর রহমান বলেন, 'আমি ব্যক্তিগত কাজে দেশের বাহিরে ছিলাম। এখন দেশে আছি। আমাকে দল থেকে কোনো অব্যাহতিপত্র দেওয়া হয়নি। তাই বর্তমানে আমি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।'

ভিটিকান্দি ইউনিয়নের একাধিক আওয়ামী লীগ নেতা জানান, একটি হত্যাকান্ডকে কেন্দ্র করে বর্তমানে ভিটিকান্দি ইউনিয়নের আওয়ামী লীগ নেতারা বিভিন্ন ভাগে বিভক্ত। মজিব ও শহিদুলস্নাহ'র সমস্যা দ্রম্নত সমাধান না করলে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূঁইয়া জানান, মজিবুর রহমান দেশের বাহিরে থাকাবস্থায় একটি তালিকা করা হয়েছিল। সেখানে এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদককে 'সাধারণ সম্পাদক' পদে ভারপ্রাপ্ত হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। এখন যেহেতু মজিব দেশে এসেছেন, তাই তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী জানান, 'ইউনিয়ন কমিটিগুলোর মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। বিষয়টি আমরা জেলা কমিটিকে অবগত করেছি। ঈদের পর মিটিং ডেকে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে