শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
দুই ভাইসহ তিন জেলায় চার অপমৃতু্য

শান্তিগঞ্জে ঘোড়ার লাথি মারা নিয়ে সংঘর্ষে নিহত ২

স্বদেশ ডেস্ক
  ০৩ এপ্রিল ২০২৪, ০০:০০
শান্তিগঞ্জে ঘোড়ার লাথি মারা নিয়ে সংঘর্ষে নিহত ২

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ঘোড়ার লাথিকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এদিকে, মানিকগঞ্জের হরিরামপুর, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভ্যান চালক এবং চট্টগ্রামের ফটিকছড়িতে চাচাতো-জেঠাতো ভাইয়ের মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের থলেরবন্দ গ্রামে ঘোড়ার লাথি মারাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহতরা হলেন- থলেরবন্দ গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে নুর মোহাম্মদ (২২) এবং একই গ্রামের মৃত নইমুলস্নার ছেলে আব্দুল আউয়াল (৫৫)।

সোমবার রাতে তারাবির নামাজের পর উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের থলেরবন্দ গ্রামের আশিক আলীর পক্ষ এবং শের আলীর পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের ৬ জনকে আটক করা হয়েছে।

\হজানা যায়, বিনা অনুমতিতে গৃহপালিত একটি ঘোড়া শের আলীর বাড়ির সামনে আশিক আলীর লোকজন। বেঁধে রাখার ঘোড়ার লাথিতে আশিক মিয়ার ছেলে ফরিদ আঘাত পায়। এতে আশিক আলীর ভাই সাহার আলী, শের আলীকে আশিক আলীর বাড়ির সামনে ঘোড়া বেঁধে রাখার কারণ জিজ্ঞাস করলে শের আলীর লোকজন সাহার আলীকে মারধর করেন।

এ ঘটনার জেরে রাত ১২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয়পক্ষের লোকজন। সংঘর্ষে আশিক আলীর নূর মোহাম্মদ ও শের আলীর পক্ষের আব্দুল আউয়াল গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় আহত নূর মোহাম্মদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়।

এদিকে, মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে অপর আহত আব্দুল আউয়ালের মৃতু্য হয়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেন জানান, আইনশৃংখলা পরিস্থতির নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এরই মধ্যে পুলিপ উভয় পক্ষের ৬ জনকে গ্রেপ্তার করেছে। অভিযান অব্যাহত আছে।

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি জানান, মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে ভেসে থাকা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বয়ড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকার পদ্মায় মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়।

হরিরামপুর থানার ওসি শাহ নুর এ আলম জানান, উপজেলার বয়ড়া ইউনিয়নের দড়িকান্দি পদ্মা নদীর পাড়ে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে আমরা ফরিদপুর নৌ পুলিশকে জানিয়েছি। মৃতের বয়স আনুমানিক ৩৫-৪০ বছর হবে।

ফরিদপুর নৌ থানা পুলিশের ইনচার্জ মোহাম্মদ ইদ্রিস আলী জানান, হরিরামপুর থানা থেকে আমাদের অবহিত করা হয়েছে। আমাদের একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছি।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পারভেজ (১৪) নামে এক কিশোর ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার চৌডালা ইউনিয়নে মাদ্রাসামোড়-নরশিয়া রাস্তার পাশে বাগমারা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে ওই ইউনিয়নের শুক্রবাড়ী গ্রামের দুলালের ছেলে। রোববার থেকে ভ্যানসহ সে নিখোঁজ ছিল। তার দুই চোখ তুলে নিয়েছে দুর্বৃত্তরা।

গোমস্তাপুর থানার উপপরিদর্শক আব্দুল আলিম জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ওই স্থান থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়। তার পরিবার জানায়, রোববার সন্ধায় ভ্যানসহ সে নিখোঁজ হলে তারা সোমবার গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে।

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, ফটিকছড়ির দাঁতমারায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই ভাইয়ের দুই ছেলে শিশুর মর্মান্তিক মৃতু্য হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে বারোটার দিকে উপজেলা দাঁতমারা ইউপির ৪নং ওয়ার্ডের পশ্চিম বড় বেতুয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত শিশুরা ওই এলাকার সার্ভেয়ার মো. ইয়াছিনের একমাত্র পুত্র মোহাম্মদ হাদিদ (৪) ও তার ছোট ভাই প্রবাসী মো. নাজিমের একমাত্র পুত্র মোহাম্মদ আল আমিন নাহিদ (৩)।

জানা যায়- হাদিদ এবং নাহিদ চাচাতো-জেঠাতো ভাই। ঘটনার দিন তারা অনেকক্ষণ ধরে নিখে৭াজ ছিল। তাদের অনেক খোঁজাখোজির পর একপর্যায়ে বাড়ির দপুকুরে গিয়ে তাদের মৃত দেহ পাওয়া যায়। এদিকে এ শিশুর মৃতু্যতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে