মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

'বাঙালির বীরত্বগাথা ইতিহাস-সংস্কৃৃতিতে প্রেরণা জোগায়'

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৫ এপ্রিল ২০২৪, ০০:০০
চট্টগ্রামের রাউজানে প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এমপিকে সম্মাননা স্মারক দেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ -যাযাদি

চট্টগ্রামের রাউজান শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এমপি বলেছেন, 'বাঙালি জাতির বীরত্বগাথা ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। আমাদের কৃষ্টি, সংস্কৃতিকে জাগ্রত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সারাদেশে মুক্ত সাংস্কৃতিক চর্চার সুযোগ করে দিয়েছেন।'

গত বুধবার প্রতিমন্ত্রী রাউজান শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। উদ্বোধকের বক্তব্যে তিনি বলেন, '৯৬ সালের আগে রাউজান ছিল স্বাধীনতাবিরোধীদের ত্রাসের রাজত্ব। সেই রাউজান এখন শান্তি ও সমৃদ্ধির জনপদ, গ্রিন, পিংক মডেল উপজেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা থাকায় রাউজানকে মনের মতো করে সাজাতে পেরেছি।'

এই অনুষ্ঠান শেষ করে এবিএম ফজলে করিম চৌধুরী এমপি প্রতিমন্ত্রীকে নিয়ে রাউজান পৌরসভায় পরিদর্শনে যান। সেখানে তাদের স্বাগত জানান, মেয়র জমির উদ্দিন পারভেজসহ কাউন্সিলররা। শিল্পকলা একাডেমির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও অংগজ্যাই মারমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, সহকারী কমিশনার ভূমি রিদোয়ানুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে