মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কুড়িয়ে পাওয়া নবজাতকটি স্থান পেল নিঃসন্তান দম্পতির কোলে

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  ০৬ এপ্রিল ২০২৪, ০০:০০

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্রীজের নিচ থেকে কুড়িয়ে পাওয়া নবজাতক পুত্র সন্তানটিকে এক নিঃসন্তান দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের হলরুমে নবজাতটিকে হস্তান্তর করা হয়। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি রাসেল মিয়া ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও বোর্ডের সদস্য-সচিব শফিউল আলম মন্ডল জুয়েল নিঃসন্তান দম্পতি রাখাল বুরুজ ইউনিয়নের ছোট অভিরামপুর গ্রামের সাদেকুজ্জামান সবুজ ও সীমা আক্তার হাতে নবজাতকটিকে হস্তান্তর করেন। পরে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ এই দম্পতির হাতে নবজাতকটির জন্য ঈদের উপহার সামগ্রী তুলে দেন। গোবিন্দগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল আলম মন্ডল বলেন, শিশুটির ভবিষ্যত নিরাপত্তার কথা বিবেচনা প্রশাসনের সিদ্ধান্তক্রমে সাদেকুজ্জামান সবুজ দম্পতির কাছে হস্তান্তর করা হয়।

বুধবার রাখাল বুরুজ ইউনিয়নের ছোট অভিরামপুর গ্রামের একটি ব্রীজের নিচ থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে