রোববার, ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

বদলগাছীতে উপজেলা নির্বাচনকে সামনে রেখে আনসার-ভিডিপি সদস্য বাছাই

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
  ২৪ এপ্রিল ২০২৪, ০০:০০
বদলগাছীতে উপজেলা নির্বাচনকে সামনে রেখে আনসার-ভিডিপি সদস্য বাছাই

নওগাঁর বদলগাছীতে আগামী ৮ মে উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে দায়িত্ব পালনের জন্য শর্ত সাপেক্ষে আনসার-ভিডিপি সদস্য বাছাই করা হয়েছে। মঙ্গলবার বদলগাছী কৃষি অধিদপ্তরের সামনে সদস্য বাছাই শুরু হয়।

আনসার-ভিডিপি বদলগাছী উপজেলা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, 'কোনো আর্থিক জটিলতা ছাড়াই ট্রেনিংপ্রাপ্ত ১৩৮৬ জন সদস্যকে উপস্থিত করা হয়েছে। এর মধ্যে ৭০৮ জনকে দায়িত্ব পালনে নিয়োগ দেওয়া হবে।'

1

বছাইপর্বে উপস্থিত ছিলেন বাছাই কমিটির সভাপতি সার্কেল আরজুটেন্ট অফিসার সামিমা নাসরিন, সদস্য সচিব ও বদলগাছী উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষক ফিরোজ হোসেন, ইসরাত জাহান ও উপজেলার ৮টি ইউনিয়নের লিডারসহ সদস্যরা।

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, 'স্বচ্ছতার সঙ্গে এই নিয়োগের পুরুষ এবং নারী মিলে ৭০৮ জনকে দায়িত্ব দেওয়া হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে