বুধবার, ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

কুয়াকাটায় ৫০ মণ শাপলা পাতা মাছসহ ট্রলার জব্দ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
  ২৭ এপ্রিল ২০২৪, ০০:০০
কুয়াকাটায় ৫০ মণ শাপলা পাতা মাছসহ ট্রলার জব্দ

পটুয়াখালীর মহিপুরে অভিযান চালিয়ে ৫০ মণ নিষিদ্ধ শাপলা পাতা ও ৭ মণ হাঙ্গর মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। আটক এসব অবৈধ মাছের বর্তমান বাজারমূল্য ৫৮ লাখ ৫০ হাজার টাকা।

বৃহস্পতিবার রাতে উপজেলার মহিপুর থানার শিববাড়িয়া নদীর জননী বরফ কলসংলগ্ন এলাকা থেকে এসব মাছ জব্দ করে নিজামপুর কোস্টগার্ড। তবে অভিযানে কাউকে আটক করতে পারেননি কোস্টগার্ডের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন নিজামপুর কন্টিনজেন্ট কমান্ডার আবু রাশেদ সুমন বলেন, এসব মাছ কেটে শুঁটকি প্রক্রিয়াজাত করতে চেয়েছিলেন ব্যবসায়ীরা। অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়।

তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ এ ব্যবসার সঙ্গে জড়িতরা পালিয়ে যায়। এ সময় অবৈধ মাছগুলোসহ একটি কাঠের ট্রলার জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত অবৈধ মাছ বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে নিজামপুর কোস্টগার্ড মাটিচাপা দিয়ে ধ্বংস করে। এবং পরবর্তীতে জব্দকৃত কাঠের ট্রলার ও বৈধ মাছসহ মুসলেকা নিয়ে মৎস্য ব্যবসায়ী প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়। নদী ও সাগরে কোস্টগার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে