রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

শক্তির মহড়া দিতে গিয়ে গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের চার সদস্য

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
  ২৮ এপ্রিল ২০২৪, ০০:০০
শক্তির মহড়া দিতে গিয়ে গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের চার সদস্য

শক্তির মহড়া ও দাপট দেখাতে গিয়ে ঢাকার কেরানীগঞ্জের্ যাবের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে কিশোর গ্যাংয়ের চার সদস্য। তাদের দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করেছের্ যাব-১০। এ সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু ও ৩টি ছুরি উদ্ধার করা হয়।

শনিবার দুপুরের্ যাব-১০ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৬ এপ্রিল, রাতের্ যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা ও আগানগর এলাকায় একটি অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের চারজনকে গ্রেপ্তার করে। তারা হলেন- মাদারীপুরের থানার ইটেরপুল গ্রামের কাদের মোলস্নার ছেলে রবিউল মোলস্না (২৩), একই থানার চরমৈরা গ্রামের সিদ্দিক বেপারীর ছেলে তাসিন হোসেন (১৮), পটুয়াখালী দুমকির থানার শ্রীরামপুর গ্রামের জালাল হাওলাদারের ছেলে জাবেদ হাওলাদার (২৩), শরীয়তপুর বেগমগঞ্জ থানার জয়পাড়া গ্রামের মজিদ মীরের ছেলে রবিউল মীর (১৮)।

র্

যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তাররা স্বীকার করেন- তারা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজশে তাদের প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের সদস্যদের ঘায়েল করার জন্য শক্তির মহড়া ও দাপট প্রদর্শন করতেন। তারা ৪ জন বিভিন্ন প্রতিষ্ঠান ও রাস্তাঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে শক্তির মহড়া বা দাপট দেখিয়ে ছিনতাই ও চাঁদাবাজি করে। এ ছাড়া ভয়ভীতি দেখিয়ে বিশৃঙ্খলা বা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে তারা। তারা দীর্ঘদিন কেরানীগঞ্জ, ঢাকা-মাওয়া মহাসড়ক, দোহার-নবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ও তার আশপাশের এলাকাসহ দলবদ্ধ হয়ে ভয়ভীতি বা ত্রাস সৃষ্টি করে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করে আসছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা ওসি মামুন-অর রশীদ জানান, কিশোর গ্যাংয়ের চার সদস্যকের্ যাব গ্রেপ্তার করে তাদের থানায় হস্তান্তর করেছে। পুলিশ মামলা রুজু করে আসামিদের আদালতে পাঠিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে