শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

চাঁদপুরে গরমে অসুস্থ হয়ে হাসপাতালে রেকর্ড রোগী

চাঁদপুর প্রতিনিধি
  ৩০ এপ্রিল ২০২৪, ০০:০০
চাঁদপুরে গরমে অসুস্থ হয়ে হাসপাতালে রেকর্ড রোগী

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে গরমে অসুস্থ হয়ে হাসপাতালে রেকর্ড সংখ্যক রোগী চিকিৎসা নিচ্ছেন। গত কয়েক দিনে প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বয়স্ক ব্যক্তিরা।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে গিয়ে দেখা গেছে- রোগীর ভিড়ে পা ফেলার যায়গা নেই। জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া, টাইফয়েডসহ গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে টিকিট কাউন্টারের সামনে নারী-পুরুষরা ভিড় করছে।

অন্যদিকে হাসপাতালের পুরুষ, শিশু ও নারী ওয়ার্ডে রোগীর চাপে হাসপাতালের করিডর ও বারান্দার মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। অতিরিক্ত রোগীর চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক এবং নার্সদের।

তবে এসব বয়সের রোগীর মধ্যে গরমে সবচেয়ে বেশি রোগী শিশু। হাসপাতালে ভর্তি রোগীর প্রায় ৭০ শতাংশই শিশু। অন্য যে কোনো সময়ের চেয়ে এখন রোগীর চাপ অনেক বেশি। চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের মাসুম বিলস্নাহ তার এক বছরের শিশুকে নিয়ে হাসপাতালে চারদিন ধরে আছেন।

তিনি জানান, গরমের কারণে মেয়ের ঠান্ডা ও নিউমোনিয়া শুরু হয়। ডাক্তাররা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শিশু ওয়ার্ডে অনেক রোগী, যার কারণে সেখানে সিট না পেয়ে বারান্দায় সিট দিয়েছে। সবকিছু ঠিকঠাক পাচ্ছেন। শুধু সিট না পাওয়ায় বারান্দায় থাকতে হচ্ছে।

চাঁদপুর সরকারি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান বলেন, ২৫০ শয্যার বিপরীতে হাসপাতালে রোগী ভর্তি আছে ৫ শতাধিক। এর মধ্যে শিশু ওয়ার্ডে ৪২ বেডের বিপরীতে রোগী ভর্তি আছে ১৬১ জন। আমাদেন চিকিৎসক ও নার্সরা সেবা প্রদানে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই গরমে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়াই ভালো। সবাই ছায়াযুক্ত স্থান ও বেশি বেশি পানি পান করতে হবে। বিশেষ করে শিশুদের প্রতি আলাদা নজরদারি ও যত্নশীল হওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে