শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

তিতাসে খুদে শিক্ষার্থীদের টেবিল টেনিস প্রশিক্ষণে ভারতীয় কোচ

তিতাস (কুমিলস্না) প্রতিনিধি
  ০৪ মে ২০২৪, ০০:০০
তিতাসে খুদে শিক্ষার্থীদের টেবিল টেনিস প্রশিক্ষণে ভারতীয় কোচ

ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার দ্বারা ক্রীড়াগুরু সম্মানে ভূষিত আন্তর্জাতিক টেবিল টেনিস প্রশিক্ষক ভারতের কোচ ক্রীড়াগুরু মিহির ঘোষ প্রশিক্ষণ দিতে কুমিলস্নার তিতাসে এসেছেন। শুক্রবার দিনব্যাপী তিনি উপজেলার লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের গোমতী টেবিল টেনিস ক্লাবের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন। এ সময় ছিলেন লালপুর গোমতী স্পোর্টস ও যুব উন্নয়ন একাডেমীর প্রতিষ্ঠাতা লে. জেনারেল মো. মইনুল ইসলাম (অব.), বাংলাদেশ টেবিল টেনি ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার হোসেন মুনীর, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের প্রধান প্রশিক্ষক মোহাম্মদ আলী, লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির উলস্নাহ, সহকারী প্রধান শিক্ষক মো. হোসাইন সরকার, ক্রীড়া শিক্ষক মো. কাউছার, গোমতী টেবিল টেনিস ক্লাবের কোচ হৃদয় ও রিমুন এবং গোমতী আরচ্যারি ক্লাবের কোচ শরিফুল ইসলাম প্রমুখ। ক্রীড়াশুরু মিহির ঘোষ উত্তর ২৪ পরগনা জেলা টেবিল টেনিস বিপস্নবের জনক। ১৯৮২ সালে নৈহাটি এ্যাথিলেটিক ক্লাব থেকে তার কোচিং জীবন শুরু হয়। ১৯৯৫ সাল থেকে তিনি নৈহাটি ইয়ুথ অ্যাসোসিয়েশন ক্লাবে টেবিল টেনিস প্রশিক্ষক দেওয়া শুরু করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে