শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

চাঁদপুরে চেয়ারম্যান সমর্থক ও জেলেদের মধ্যে সংঘর্ষ আহত ১৫

চাঁদপুর প্রতিনিধি
  ০৫ মে ২০২৪, ০০:০০
চাঁদপুরে চেয়ারম্যান সমর্থক ও জেলেদের মধ্যে সংঘর্ষ আহত ১৫

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্ণীপুর মডেল ইউনিয়নে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগে চেয়ারম্যান সেলিম খানের সমর্থক ও জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় খবর পেয়ে অর্ধশতাধিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৬ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে ছয় পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক মুকবুল হোসেনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়।

পুলিশ জানায়, জেলেদের চাল বিতরণের সময় নিবন্ধিত জেলেরা চাল না পেয়ে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান সেলিম খানকে ঘিরে রাখে। এ সময় চেয়ারম্যান সমর্থক ও জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলার শিকার হয়। এতে পুলিশের এসআই মুকবুল হোসেন, এএসআই কার্তিক চন্দ্র নাথ, কনস্টেবল মারুফ, আপেল, ফারুক ও জেলেসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে