সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

আ'লীগের আমলে কোনো রাজনৈতিক হত্যাকান্ড হয়নি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

যাযাদি রিপোর্ট
  ০৭ মে ২০২৪, ০০:০০
আ'লীগের আমলে কোনো রাজনৈতিক হত্যাকান্ড হয়নি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, 'আওয়ামী লীগের আমলে কোনো রাজনৈতিক হত্যাকান্ড অতীতেও হয়নি, ভবিষ্যতেও হবে না। গুম, খুনের রাজনীতি জিয়াউর রহমান শুরু করেছিলেন। তারাই বলে এই দেশে আজ গণতন্ত্র নেই, মানুষের মৌলিক অধিকার নেই।'

সোমবার জাতীয় প্রেস ক্লাবে শহীদ আহ্‌সানউলস্নাহ্‌ মাস্টারের ২০তম মৃতু্যবার্ষিকী উপলক্ষে 'গণতন্ত্র ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে শান্তি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় জনপ্রতিনিধিদের ভূমিকা' শীর্ষক আলোচনা ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ আহসানউলস্নাহ মাস্টার এমপি স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, 'বিএনপি ও স্বাধীনতাবিরোধী শক্তিরা বুঝতে পেরেছিল যে, গাজীপুরে তাদের অবস্থা দিন দিন খুবই নাজুক ও ভঙ্গুর হয়ে যাচ্ছে। সেজন্যই আহসানউলস্নাহ মাস্টারকে হত্যা করা হয়েছিল। আর আজ হত্যাকারীরা বলে এ দেশে গণতন্ত্র নেই। জীবিত থাকলে তিনি এ অপরাজনীতির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন।'

তিনি বলেন, 'শহীদ আহসানউলস্নাহ মাস্টারের একটাই দোষ ছিল যে তিনি বঙ্গবন্ধুর আদর্শকে প্রতিষ্ঠা করতে কাজ করেছেন। মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠা করতে জীবনের ঝুঁঁকি নিয়ে কাজ করেছেন। সংসদ সদস্য থাকা অবস্থায় রাজপথে তাকে পেটানো হয়েছিল। এর ধারাবাহিকতায় তাকে হত্যা করা হয়েছিল।'

বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, 'বিদেশি প্রভুদের কথায় বিএনপি নির্বাচন বর্জন করেছে। তাদের উদ্দেশ্য একটাই অগণতান্ত্রিক পন্থায় তারা ক্ষমতায় আসতে চায়। পেছনের দরজা দিয়ে বিকল্প রাস্তায় তারা ক্ষমতায় আসতে চায় বিদেশি প্রভুদের সহায়তায়। শহীদ আহসানউলস্নাহ মাস্টারের মতো একজন ত্যাগী নেতা জীবিত থাকলে এই অপরাজনীতির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন।'

বাংলাদেশকে একটি ব্যর্থ এবং অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য নানা ষড়যন্ত্র হচ্ছে উলেস্নখ করে তিনি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে