সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

শায়েস্তাগঞ্জে তিন প্রার্থীর মনোনয়ন অবৈধ

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  ০৮ মে ২০২৪, ০০:০০
শায়েস্তাগঞ্জে তিন প্রার্থীর মনোনয়ন অবৈধ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা চেয়াম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান মাসুক ও সুরুজ আলী মোলস্নার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ উসমান গনি।

তিনি জানান, মামলা থাকায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, আতাউর রহমান মাসুক ও সুরুজ আলী মোলস্নার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। তবে তারা আপিল করতে পারবেন।

এ ব্যাপারে বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার জানান, 'শায়েস্তাগঞ্জ পৌরসভার কুতুবের চক গ্রামের মৃত নিম্বর আলীর ছেলে আব্দুর রশিদের নামে মামলা রয়েছে। এখানে ভুল তথ্যের কারণে আমার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। আইনি প্রক্রিয়ায় সংশোধন করতে হবে।'

আতাউর রহমান মাসুক জানান, এ বিষয় নিয়ে তিনি দুই দিন পর কথা বলবেন। অপর প্রার্থী সুরুজ আলী মোলস্না জানান, তার নামে জিআর মামলা ছিল। তিনি ওই মামলা থেকে খালাসও পান। এ ব্যাপারে তিনি আপিল করেছেন এবং জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে