সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

২২ ঘণ্টা বিদু্যৎ বিচ্ছিন্ন কিশোরগঞ্জের হাওড় এলাকা

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ০৮ মে ২০২৪, ০০:০০
২২ ঘণ্টা বিদু্যৎ বিচ্ছিন্ন কিশোরগঞ্জের হাওড় এলাকা

কিশোরগঞ্জের হাওড় বেষ্টিত উপজেলা বাজিতপুর, নিকলী ও কুলিয়ারচরের ওপর দিয়ে গত রোববার কালবৈশাখী বয়ে গেছে। এতে ওইসব এলাকায় বিপিডিপি ও আরইবি'র বিদু্যৎ লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে বিদু্যৎহীন অবস্থায় থাকে এ এলাকার এক লাখ মানুষ।

গত সোমবার বিকালে বিদু্যৎ লাইন সংস্করণ করা হয়। এতে ২২ ঘণ্টা পরে বিদু্যৎ সংযোগ পায় গ্রাহকরা।

1

গ্রাহকরা জানায়, মাত্র দুই ঘণ্টার ঝড়ে ২২ ঘণ্টা বিদু্যৎহীন থাকতে হচ্ছে। কিন্তু অনেক সময় দেখা যাবে ভৌতিকভাবে বেশি বিদু্যৎ দিতে হচ্ছে। কিছু কিছু অসাধু কর্মকর্তা- কর্মচারীর কারণে এমন বিরম্বনায় পড়তে হয়।

অন্যদিকে এই কালবৈশাখীতে যেমন কৃষকের বীজতলা, কৃষি জমির ক্ষতি হয়েছে, তেমনি বিদু্যৎ না থাকার কারণে বিভিন্ন শিল্পকারখানারও ব্যাপক ক্ষতি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে