মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিএনপির সমাবেশের সিদ্ধান্ত : ডিএমপি

যাযাদি রিপোর্ট
  ০৮ মে ২০২৪, ০০:০০
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিএনপির সমাবেশের সিদ্ধান্ত : ডিএমপি

রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আগামী শুক্রবার সমাবেশ করবে বিএনপি। অতীতের অভিজ্ঞতা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ সমাবেশের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকাল তিনি এ কথা জানান।

খন্দকার মহিদ উদ্দিন বলেন, 'অতীতের তিক্ত অভিজ্ঞতা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০ মে নয়াপল্টনে বিএনপির সমাবেশের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেবে ডিএমপি।'

1

এদিকে, গত ২৬ এপ্রিল নয়াপল্টনে সমাবেশ করার কথা ছিল বিএনপির। তীব্র তাপপ্রবাহের কারণে স্থগিত হওয়া সমাবেশ আগামী ১০ মে করার ঘোষণা দিয়েছে দলটি।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উলস্নাহ নবীসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এ সমাবেশ ও মিছিল করা হবে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এতে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। সমাবেশ সঞ্চালনা করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে