সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

বেরোবিতে পরমাণু বিজ্ঞানী এমএ ওয়াজেদ মিয়ার মৃতু্যবার্ষিকী পালিত

বেরোবি প্রতিনিধি
  ১০ মে ২০২৪, ০০:০০
বেরোবিতে পরমাণু বিজ্ঞানী এমএ ওয়াজেদ মিয়ার মৃতু্যবার্ষিকী পালিত
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বরেণ্য পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৫তম মৃতু্যবার্ষিকীতে তার স্মরণে সংক্ষিপ্ত পদযাত্রা -যাযাদি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার ১৫তম মৃতু্যবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার জেলার পীরগঞ্জ উপজেলার ফতেহপুরে প্রয়াত ড. এমএ ওয়াজেদ মিয়ার সমাধিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বেরোবি অফিসার্স অ্যাসোসিয়েশন ও বেরোবি শাখা ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও ড. ওয়াজেদ মিয়ার সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। শ্রদ্ধা অর্পণ শেষে ড. এমএ ওয়াজেদ মিয়ার সমাধিতে ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়।

1

এর আগে ড. এমএ ওয়াজেদ মিয়ার স্মরণে সংক্ষিপ্ত পদযাত্রা করা হয়। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এদিকে ড. এমএ ওয়াজেদ মিয়ার মৃতু্যবার্ষিকী উপলক্ষে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে