শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

বেতাগীতে নন্দিনী কর্নার আতঙ্কে ৩৬ ছাত্রী অসুস্থ স্কুল বন্ধ ঘোষণা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
  ১৬ মে ২০২৪, ০০:০০
বেতাগীতে নন্দিনী কর্নার আতঙ্কে ৩৬ ছাত্রী অসুস্থ স্কুল বন্ধ ঘোষণা

বরগুনার বেতাগীতে স্কুলের নন্দিনী কর্নার আতঙ্কে ৩৬ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থদের উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুধবার উপজেলার হোসনাবাদ ইউনিয়নের হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নন্দিনী কর্নারে প্রবেশ করা এবং নন্দিনী আতঙ্কে ২৪ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এছাড়াও আগের দিন গত মঙ্গলবার নন্দিনী কর্নারে প্রবেশ করায় ৮ জন ছাত্রী অসুস্থ হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ও তারা কান্নাকাটি শুরু করে। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে দশম শ্রেণির ছাত্রী মারজিয়া আক্তার জিদনী ও নবম শ্রেণির ছাত্রী শারমিন রিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে আনা হলে চিকিৎসক তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরিস্থিতি মোকাবিলা করতে প্রতিষ্ঠানটি আজ বৃহস্পতিবার বন্ধ ঘোষণা করা হয়েছে।

1

অসুস্থ ছাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা নন্দিনী কর্ণারের ভেতরে বিড়াল, লাল দাগসহ বিভিন্ন সিম্বল দেখতে পায়। বাস্তবিক অর্থে সেখানে এমন কিছুই ছিল না। পুরোটাই কল্পনাপ্রসূত বিষয় বলে শিক্ষকরা জানিয়েছেন।

হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্না মিয়া বলেন, নন্দিনী কর্নারে ছাত্রীরা প্রবেশ করতেই অসুস্থ হয়ে পড়ে। তারা নাকি ওই কক্ষে কালো বিড়াল, সাদা বিড়াল ও লাল দাগসহ বিভিন্ন সিম্বল দেখে। এরপর তারা জ্ঞান হারিয়ে ফেলে। আসলে সেখানে কিছুই ছিল না। উপজেলা স্বাস্থ্য কমপেস্নসের চিকিৎসক ডা. রিয়াজ উদ্দিন বলেন, অসুস্থ ছাত্রীরা মানসিক সমস্যায় ভুগছে, তাই উন্নত চিকিৎসার জন্য বরিশাল নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জামাল হোসেন বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে জানিয়েছেন। এ বিষয়ে প্রধান শিক্ষককে পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেছি।

উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ বলেন, আমি বিষয়টি জেনেছি। অসুস্থদের হাসপাতালে পাঠানোর জন্য নির্দেশনা দিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে