সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

বাঁশখালীতে অগ্নিকান্ডে ৬ দোকান ভস্মীভূত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৯ মে ২০২৪, ০০:০০
বাঁশখালীতে অগ্নিকান্ডে ৬ দোকান ভস্মীভূত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার একটি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার শেখেরখিল সরকার বাজার আশরাফ আলী মার্কেটে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাজারের ৬টি দোকান ভস্মীভূত হয়ে যায়। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ৩৫ লক্ষাধিক টাকা বলে জানায় ক্ষতিগ্রস্তরা।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- ফজল কাদের, মো. ইসমাইল, নুর হোসেন, নুরুল কবির, মহি উদ্দিন ও সুবল দাশ।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, রাত ২টার দিকে ওই বাজারে আগুন লাগে। খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ওই মার্কেটের মুদির দোকান, ফার্মেসি, সেলুনসহ ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিসের টিম লিডার নুরুল বাশার বলেন, 'প্রাথমিকভাবে একটি দোকানের কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছি। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে