বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

আটঘরিয়ায় মুক্তিযুদ্ধের বীরত্বগাথা শুনল ৪ শতাধিক শিক্ষার্থী

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
  ০৫ জুন ২০২৪, ০০:০০
আটঘরিয়ায় মুক্তিযুদ্ধের বীরত্বগাথা শুনল ৪ শতাধিক শিক্ষার্থী

পাবনার আটঘরিয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থীকে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা শোননো হয়েছে। মঙ্গলবার আটঘরিয়া মডেল মসজিদের হলরুমে এ আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের উপসচিব ডক্টর রুহুল আমিন।

1

অনুষ্ঠানে সাবেক উপজেলা কমান্ডার জহুরুল হক, সুলতান মাহমুদ, সাবেক উপজেলা কমান্ডার আব্দুল মোতালেব এবং যুদ্ধকালীন কমান্ডার আনোয়ার হোসেন রেনু যুদ্ধে অংশগ্রহণের স্ব-স্ব ক্ষেত্রে অবদান, ভূমিকা ও তৎপরতা নিয়ে হৃদয়বিদারক কাহিনী স্মৃতিচারণ করে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে উপস্থাপন করেন।

এরপর ছাত্রছাত্রীরা বর্ণিত কাহিনী থেকে তাদের প্রশ্ন করেন এবং ঐ মুক্তিযোদ্ধারা তাদের প্রশ্নের উত্তর দেন। এরপর কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে শ্রেষ্ঠ ১০ জন বিজয়ী ছাত্রছাত্রীদের বেছে নিয়ে তাদের পুরস্কৃত ও সনদ প্রদান করা হয়।

ইউএসও নাহারুল ইসলাম ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, 'তোমরা স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বেশি বেশি পড়বে, স্বাধীনতাকে মনেপ্রাণে ধারণ করবে, তোমরা মুক্তিযোদ্ধাদের সম্মান করবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে