সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

টাইমস হায়ার এডুকেশনর্ যাংকিংয়ে তৃতীয় বশেমুরকৃবি

গাজীপুর প্রতিনিধি
  ২০ জুন ২০২৪, ০০:০০
টাইমস হায়ার এডুকেশনর্ যাংকিংয়ে তৃতীয় বশেমুরকৃবি

যুক্তরাজ্যভিত্তিক বিখ্যাত শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্টর্ যাংকিং-২০২৪ এ মর্যাদাপূর্ণ স্থান অর্জন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি)। বৃহস্পতিবার বশেমুরকৃবি'র জনসংযোগ দপ্তরের কর্মকর্তা রনি ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় ১২৫টি দেশের ২ হাজার ১৫২টি বিশ্ববিদ্যালয়ের ওপর মূল্যায়ন করা গত ১২ জুনে প্রকাশিত তথ্য অনুযায়ী বশেমুরকৃবি জাতীয়ভাবে নবম এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে।

1

জাতিসংঘের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর এর্ যাংকিং প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিচালিত কর্মকান্ড, গবেষণা ও সফলতার ভিত্তিতে প্রকাশিত এবারের ইমপ্যাক্টর্ যাংকিংয়ে দেশের ৮টি সরকারি ও ১১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবস্থানের উলেস্নখ রয়েছে। ২০২৪ সালের এ গৌরবময়র্ যাংকিংয়ে বৈশ্বিক শীর্ষ প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি এবং ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনিভার্সিটি। এর আগে ধারাবাহিক সফলতা অব্যাহত রেখে গত ৭ জুনে প্রকাশিত 'দ্যা ওয়ার্ল্ড ইউনিভার্সিটির্ যাংকিংস ফর ইনোভেশন-২০২৪' এ টেকনোলজি ক্যাটেগরিতে বশেমুরকৃবি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষ স্থান অর্জন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে