সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

আড়াইহাজারে সাংবাদিকের ওপর হামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  ২০ জুন ২০২৪, ০০:০০
আড়াইহাজারে সাংবাদিকের ওপর হামলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় উচ্ছৃঙ্খল লোকজন দুটি মোটর সাইকেল ভাঙচুর করেছে। এ সময় ভাঙচুরের ছবি তুলতে গেলে দৈনিক যায়যায়দিন পত্রিকার আড়াইহাজার প্রতিনিধি রফিকুল ইসলাম রানার (৫৪) ওপর হামলা চালিয়েছে তারা।

বুধবার সকাল ১১টায় উপজেলার ফতেহপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিককে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়েছে। পরে তাকে ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

1

আহত সাংবাদিক রফিকুল ইসলাম রানা জানান, ঘটনার সময় একটি মোটর সাইকেল আরোহী দক্ষিণপাড়া গ্রামের এক মহিলাকে আহত করে। পরে মহিলায় গালি দেয়। এ সময় মোটর সাইকেল আরোহী চলে গিয়ে তাদের নিজ গ্রাম কল্যান্দী থেকে আরও ২টি মোটর সাইকেলসহ তিনজন মিলে মহিলা ও তার স্বামীর ওপর আবারও হামলা করতে আসে। এক পর্যায়ে দক্ষিণ পাড়ার ৪০-৫০ জন লোক এদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে একজন পালিয়ে গেলেও ২ জনকে আটক করে মারধর করা হয়। এ সময় দক্ষিণপাড়ার লোকজন ৩টি মোটর সাইকেল ভাঙচুর করতে থাকে।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানউলস্নাহ জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে আসামিদের শনাক্ত করার কাজ চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে