মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

নদীতে গোসলে নেমে স্ত্রীর সামনে ডুবে গেলেন স্বামী

চাঁদপুর প্রতিনিধি
  ২১ জুন ২০২৪, ০০:০০
নদীতে গোসলে নেমে স্ত্রীর সামনে ডুবে গেলেন স্বামী

চাঁদপুরের মেঘনা নদীতে স্বামী-স্ত্রী একসঙ্গে গোসলে নেমে চোখের সামনে তীব্র স্রোতের তোরে ডুবে গেলেন স্বামী জহিরুল ইসলাম (৩০)।

এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৭টায় চাঁদপুর শহরের বড়সেটশন লঞ্চঘাট এলাকায়।

1

খবর পেয়ে ঘটনার কিছুক্ষণ পরই বিআইডাবিস্নউটিএ ও নৌ ফায়ার সার্ভিসের একাধিক ডুবুরি দল নিখোঁজ জহিরুলের লাশের সন্ধানে অভিযান শুরু করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিখোঁজ জহিরের বাড়ি বরিশাল এলাকায়। তিনি তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে বড়স্টেশন মেঘনাপাড়ে ভাড়া বাসায় থাকতেন। তবে জহির কখনো অটো চালাতেন আবার কখনো লঞ্চঘাটে বাদাম বিক্রি করতেন।

নিখোঁজ জহিরের ভাই নজরুল ইসলাম বলেন, 'আমার ভাই সাঁতার জানতেন। এ জন্য প্রতিদিন এখানে গোসল করেন। বৃহস্পতিবার তার স্ত্রী মনিরা বেগমসহ গোসল করতে নেমে আর উঠেনি। আমরা ধারণা করছি, নদীর তীব্র স্রোতে সে ডুবে গেছে।'

চাঁদপুর নৌ ফায়ার সার্ভিসের ইনচার্জ মোসলেম মিয়াজী বলেন, 'আমরা বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় খবর পেয়ে ডুবুরি দল নিয়ে তার লাশ উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছি। কিন্তু নদীর তীব্র স্রোতে তার সন্ধান করা কষ্ট হচ্ছে।'

এদিকে এ ঘটনার পর সেখানে বসবাসরত শত শত নারী-পুরুষ ভিড় করে। নদী পাড়ে মা, ভাই, স্ত্রী-সন্তানরা জহিরকে হারিয়ে আহাজারি শুরু করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে