মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

গাংনীতে ৪ মাদক কারবারি আটক

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
  ২১ জুন ২০২৪, ০০:০০
গাংনীতে ৪ মাদক কারবারি আটক

মেহেরপুরের গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে চার মাদক পাচারকারিকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬৩০ বোতল ফেনসিডিল, ১৫০ গ্রাম গাঁজা ও চার গ্রাম হেরোইন। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে- কাজিপুর মধ্যপাড়ার ইলাহী বক্সের ছেলে সাহাজুল ইসলাম (৩৮), সহড়াতলার আকছেদ আলীর ছেলে মশিউর রহমান মুছা (৪৫), কুঠি ভাটপাড়ার কাবুলের ছেলে কাজল (১৯) ও খাসমহলের আজিজের ছেলে পল্টু (৪০)। তাদের বিরুদ্ধে মামলাসহ ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

1

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপ্স) আহসান হাবিব জানান, বৃহস্পতিবার সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের ভিন্ন ভিন্ন টিম অভিযান চালায়। এ সময় সাহাজুল ইসলামকে কাজিপুর মধ্যপাড়া থেকে ৫৬০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।

এ ছাড়াও সকাল পৌনে ১০টার দিকে সহড়াতলা মাদ্রাসা পাড়া থেকে মশিউর রহমান মুছাকে ৭০ বোতল ফেনসিডিল, বুধবার রাত সাড়ে ১১টার সময় ভাটপাড়া এলাকা থেকে ১৫০ গ্রাম গাঁজাসহ কাজল ও খাসমহল এলাকা থেকে চার গ্রাম হেরোইনসহ পল্টুকে আটক করা হয়। আটককৃতরা সবাই চিহ্নিত মাদক পাচারকারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে