গাজীপুরে যৌথ মালিকানাধীন 'মহসীন ইলেকট্রনিক্স এন্ড কম্পিউটার'-এর ব্যবসায়িক হিসাব চাওয়ায় দ্বন্দ্বে একজনের বিরুদ্ধে নারী নির্যাতন মামলার করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে গাজীপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই দাবি করেছেন প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান আমেরিকান প্রবাসী মো. মহসীন। গাজীপুর আদালতে দায়ের করা মামলায় আমেরিকান প্রবাসী মো. মহসীন ও তার ছোট ভাই মাসুর সরকারকে আসামি করা হয়েছে।
মোহসীন বলেন, '২০১২ সালে আমি ব্যবসা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে ৪০ ভাগ, আতিকুর রহমান অভিজ্ঞতা পুঁজি হিসেবে বিনাঅর্থে এমডি হিসেবে ৩৫ ভাগ এবং বেলায়েত হোসেন ম্যানেজার হিসেবে ২৫ ভাগ মালিকানাসহ ৩৫ লাখ নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করি। পরে আমি বিশেষ প্রয়োজনে আবার আমেরিকা চলে যাই। যাওয়ার আগে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক অংশীদারিত্ব ছোট ভাই মাসুদ সরকারের কাছে নোটারি পাবলিকের মাধ্যমে হস্তান্তর করি। পরে প্রতিষ্ঠানটির হিসাব চাইলে চুরির অভিযোগ এনে ম্যানেজার বেলায়েত হোসেনকে মারধর করে। একই কারণে মাসুদ সরকারকেও পুলিশের ভয়-ভীতি দেখিয়ে নানাভাবে হয়রানি শুরু করে।
তিনি জানান, মামলাটি সম্পূর্ণ সাজানো এবং ব্যবসা প্রতিষ্ঠানটির মালিকানা হাতিয়ে নিতেই আমাদের নানা হয়রানি করা হচ্ছে।