বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

রাণীশংকৈলে দিনদুপুরে জাপা নেতার টাকার ব্যাগ চুরি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  ২৪ জুন ২০২৪, ০০:০০
রাণীশংকৈলে দিনদুপুরে জাপা নেতার টাকার ব্যাগ চুরি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে দিনদুপুরে জাপা নেতার ২০ লাখ টাকা নিয়ে পালিয়েছে চোর। রোববার পৌরশহরে শাহাজান মার্কেটেএ ঘটনা ঘটে।

জানা গেছে, ভুক্তভোগী জাতীয় পার্টির নেতা আলম ব্যাপারির ইলেট্রিক্যাল মালামালের দোকান রয়েছে। বিভিন্ন কোম্পানিকে টাকা পরিশোধ করার জন্য মোটর সাইকেলে করে একটি ব্যাগে ২০ লাখ টাকা নিয়ে তিনি দোকানের সামনে আসেন। পরে দোকানের তালা খুলতে যান। এ সময় মোটর সাইকেলে থাকা টাকার ব্যাগটি হেলমেট পরিহিত দুই যুবক নিয়ে পালিয়ে যায়।

1

এ ব্যাপরে রাণীশংকৈল সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়ন্ত কুমার সাহা মুঠোফোনে বলেন, 'এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে সিসিটিভির ফুটেজের সূত্র ধরে তদন্ত চলছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে