মাদক কারবারিসহ তিন জেলায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে বাগেরহাটের ফকিরহাটে ৩০টি মামলার আসামিকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার জানান, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের পৃথক অভিযানে ডাকাতি মামলার আসামি ও গাঁজা- ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে আলাদা অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা ও রাজনগর থেকে তাদের আটক করা হয়। জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে উপজেলার সাতগাঁও চা-বাগানে ডাকাতির ঘটনায় জড়িত এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ডাকাতের নাম হাবিবুর রহমান হাবিব (৩৪)। সে শ্রীমঙ্গল উপজেলার গুলগাঁও গ্রামের তকলিছ মিয়ার ছেলে।
এদিকে, শ্রীমঙ্গল থানা পুলিশের আরেকটি অভিযানে ৭০০ গ্রাম গাঁজা ও ৪৫ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার শ্রীমঙ্গলের ভুনবীর ইউপির অন্তর্গত লইয়ারকুল গ্রামের আটক হারিছ মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে ৭০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির সর্বমোট ২১ হাজার ৭৩০ টাকাসহ তাকে আটক করা হয়।
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের ফকিরহাটে ৩০ মামলার আসামি ইমরান শেখকে (৩৫) অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার লখপুর ইউনিয়নের ছোট খাজুরা এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইমরান শেখ উপজেলার ছোট খাজুরা গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
মঙ্গলবার বাগেরহাট অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান প্রেস ব্রিফিংয়ে জানান, গ্রেপ্তারের সময় তার ঘরের বিভিন্ন জায়গায় তলস্নাশি করে ৯ ইঞ্চি ১টি লোহার তৈরি দেশীয় পুরনো পিস্তল, ৫ রাউন্ড বন্দুকের গুলি, ১টি চায়না রাইফেলের গুলি, ১টি তালা কাটার, ১টি বার্মিজ চাকু, ১টি কাঠের বাঁটের চাকু, ২টি কাটিং পস্নাস, ১টি পাইপ রেঞ্জ ও ২টি দা উদ্ধার করা হয়।
তিতাস (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার তিতাসে ৬৭ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার উিপজেলার গৌরীপুর-হোমনা সড়কে উলুকান্দি মোটরচালিত ভ্যানগাড়ি থেকে উক্ত মাদক উদ্ধার করা হয়।
আটক মো. কাইয়ুম (২২) উপজেলার দড়ি মাছিমপুর গ্রামের আব্দুস সালাম ওরফে শফিক মিয়ার ছেলে।
তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাশ জানান, 'মাদক মামলা দিয়ে আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।'
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, মৌলভীবাজারের রাজনগরে ৪৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গেদন মিয়াকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ধুলিজুরা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজনগর থানার ওসি আব্দুছ সালেক বলেন, পুলিশ গেদন মিয়ার কাছ থেকে ৩০ পিস ও তার বসতঘরের মেঝে খুঁড়ে আরো ৪০০ পিসসহ মোট ৪৩০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, গাজীপুরে ছিনতাই হওয়া ট্রাকবোঝাই চালের একাংশ টাঙ্গাইলের ভূঞাপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গোডাউনের মালিক চাল ব্যবসায়ী নাজমুল জামান শিপলুসহ অন্য একটি ট্রাকচালক আজমতকে গ্রেপ্তার করা হয়েছে।
আটকরা হলেন ভূঞাপুর পৌরসভার ফসলান্দি গ্রামের শিক্ষক শামসুজ্জামানের ছেলে চাল ব্যবসায়ী শিপলু এবং ট্রাকচালক ঘাটাইল উপজেলার মাকেশ্বর গ্রামের বাদশা মন্ডলের ছেলে আজমত। সোমবার ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় রোডের আষাঢ় চাল হাউজের গোডাউন থেকে ২৫ কেজি ওজনের প্রায় ২০০ বস্তা চাল উদ্ধার করেছে গাজীপুরের পূবাইল থানা পুলিশের সদস্যরা।
পুবাইল থানার এসআই উত্তম সূত্রধর বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় ভূঞাপুরে একজন ট্রাকচালককে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে আষাঢ় চাল হাউজ থেকে প্রায় ২০০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় গোডাউনের মালিকসহ দুইজনকে আটক করা হয়েছে।