রোববার, ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

চার জেলায় সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃতু্য

স্বদেশ ডেস্ক
  ০১ জুলাই ২০২৪, ০০:০০
চার জেলায় সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃতু্য
চার জেলায় সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃতু্য

ঢাকার কেরানীগঞ্জ, রাজশাহীর গোদাগাড়ী, গাজীপুরের শ্রীপুর ও চট্টগ্রামের সাতকানিয়া সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকার কেরানীগঞ্জে দ্রম্নতগামী গাড়িচাপায় জাহিদ (৩৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। রোববার ভোর ৪টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল আবাসিক এলাকায় পাসপোর্ট অফিসের বিপরীতে রবিন মেম্বারের বাউন্ডারি ওয়াল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদের পিতার নাম মৃত আলাউদ্দিন শেখ। তিনি পেশায় একজন রিকশাচালক, বর্তমানে পরিবার নিয়ে কালীগঞ্জ কৈবর্তপাড়া এলাকার আমজাদ কমান্ডারের বাড়িতে ভাড়ায় বসবাস করতেন বলে জানা যায়। দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মামুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।

1

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি জানান, রাজশাহীর গোদাগাড়ীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃতু হয়েছে। শনিবার রাত ১১ টার দিকে গোদাগাড়ী থানার কামারপাড়া ডোমকুলি মোড়ে এ ঘটনা ঘটে। গোদাগাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে অভয়নগর এলাকায় চাঁপাইনবাবগঞ্জগামী হানিফ পরিবহণ ও রাজশাহীগামী মদিনা পরিবহণের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলে দুজন নিহত হয়েছে। এদের মধ্যে মদিনা পরিবহণের ড্রাইভার মো. আশাদুল ইসলাম নিহত হয়েছে। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে। আরেকজন নিহতের নাম পাওয়া যায়নি। তবে পুলিশ বলছে সে হানিফ পরিবহণের ড্রাইভার হতে পারে। এ ছাড়াও আরো ৮ থেকে ১০ জন আহত রয়েছেন। রোববার সকাল পর্যন্ত বাকি হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। গোদাগাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নতুন বাজার এলাকায় ট্রাকচাপায় ইউনুস আলী নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার দুপুর ২টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের তুলা উন্নয়ন বোর্ডের মেইন গেটের (নতুন বাজার) সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুস আলী (৫৯) মাগুরা জেলার মোহাম্মদপুর এলাকার মৃত আদম মোলস্নার ছেলে। তিনি তুলা উন্নয়ন বোর্ডে বিজ তুলা সংগ্রহ ও জিনিং কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন যায়যায়দিনকে বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ দুর্ঘটনা জড়িত ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ ঘটনার পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান।

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সাতকানিয়ার দুই যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার সৌদি আরবের স্থানীয় সময় রাত ১১ টায় (বাংলাদেশ সময় রাত ২টা) জেদ্দা-মদিনা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের মাঝের দোকান এলাকার মিয়া বাপের পাড়ার বাসিন্দা নুর আহমদের ছেলে মোহাম্মদ মহিউদ্দিন (৩০) ও আবদুল করিমের ছেলে মোহাম্মদ তারেক (২৭)। দুর্ঘটনায় দু'জন নিহত হওয়ার খবরটি নিশ্চিত করে মাদার্শা ইউনিয়ন (ইউপি) পরিষদ চেয়ারম্যান আ ন ম সেলিম বলেন, মোহাম্মদ মহিউদ্দিন মদিনায় একটি খেঁজুর বাগানে কাজ করতেন। আর মোহাম্মদ তারেক কাপড়ের দোকানে কাজ করতেন। দু'জন অপর বন্ধু মনছুরের গাড়িতে করে জেদ্দা শহরে ঘুরতে এসেছিলেন। জেদ্দা থেকে ফেরার পথে একটি যাত্রীবাহী বাসের সাথে তাদের বহনকারী গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোহাম্মদ মহিউদ্দিন ও মোহাম্মদ তারেক নিহত হন। খবর পেয়ে সৌদি পুলিশ ঘটনাস্থল থেকে দু'জনের মরদেহ উদ্ধার করেন। একই ঘটনায় আহত মনছুরকে উদ্ধার করে জেদ্দার কিং ফাহাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে