রোববার, ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

টাঙ্গাইলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

রূপগঞ্জে এক শিশুর মরদেহ উদ্ধার চার জেলায় ৪ অপমৃতু্য
স্বদেশ ডেস্ক
  ০১ জুলাই ২০২৪, ০০:০০
টাঙ্গাইলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
টাঙ্গাইলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

টাঙ্গাইলের ঘাটাইলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তামিম এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও আত্মহত্যা ও বৈদু্যতিক শর্টসার্কিটে চার জেলায় আরও ৪ জনের অপমৃতু্য হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইলের ঘাটাইলে জেমি আক্তার (২২) নামে এক অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার উপজেলার সন্ধানপুর ইউনিয়নের সন্ধানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

1

রোববার এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী মনির হোসেনকে আটক করেছে পুলিশ। মনির হোসেন সন্ধানপুর ইউনিয়নের সন্ধানপুর গ্রামের সমর আলীর ছেলে। নিহত গৃহবধূ জেমি একই উপজেলার দিগর ইউনিয়নের মানাজি গ্রামের প্রবাসী জামাল হোসেনের মেয়ে।

নিহত জেমির বড় বোন নাছিমা জানান, 'গত ৪ বছর আগে পারিবারিকভাবে মনিরের সঙ্গে তার বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মনির তার বোনকে নির্যাতন করতেন। এর আগে কয়েকবার গ্রামের মাতব্বরদের নিয়ে সালিশী বৈঠকে পারিবারিক সমস্যা মীমাংসা করে দেওয়া হয়েছে। মৃতু্যর সময় জেমি চার মাসের গর্ভবতী ছিল।'

ঘাটাইল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, অভিযুক্ত স্বামী মনির হোসেনকে আটক করা হয়েছে। এছাড়া মনিরের মাকেও থানা হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে তামিম ইকবাল (৯) এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার ভোরে উপজেলার ভূলতা গাউছিয়া এলাকার এসআরবি ব্রিক ফিল্ডের একটি পরিত্যক্ত ঘর থেকে শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সন্দেহজনকভাবে মুন্না নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহত শিশু তামিম ইকবাল ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানা রামনগর এলাকার তায়েব আলীর ছেলে। তায়েব আলী পেশায় একজন রিকশাচালক।

ভুলতা ফাঁড়ির এসআই জাহিদ জানান, '৯৯৯ কল পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে শিশু তামিমের মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।'

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুর মরদেহ উদ্ধার করে। শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্টাফ রিপোর্টার, মাদারীপুর জানান, মাদারীপুরে বৈদু্যতিক শর্টসার্কিটে নির্মাণ শ্রমিক তৈয়বুর রহমান ফকিরের মৃতু্য হয়েছে। রোববার মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় নির্মাণাধীন বহুতল ভবনের নিচতলায় পানি দেওয়ার মটর চালাতে গিয়ে শর্টসার্কিটে নিহত হন তিনি। নিহত তৈয়বুর বাগেরহাট জেলার কচুয়া উপজেলার টেংরাখালি গ্রামের মৃত গফুর ফকিরের ছেলে।

মাদারীপুর সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডা. সিহাব চৌধুরী বলেন, 'নির্মাণাধীন ভবনের পানির মটর চালাতে গিয়ে এক শ্রমিক মারা যায়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ চাইলে আমরা লাশের ময়নাতদন্ত করব।'

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মোহাম্মদ কামরুল হাসান সতত্যা নিশ্চিত করে বলেন, শ্রমিকের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার কাঁঠালতলা এলাকার একটি ইটভাটার মাঠ থেকে রাকিব সিকদার (১৮) নামের এক তরুণের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাকিব সিকদার ওই গ্রামের মন্টু সিকদারের ছেলে। তিনি শনিবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে নাই। রোববার সকালে ইটভাটার শ্রমিকরা কাজে এসে মাঠের মধ্যে রাকিবের মৃতদেহ পড়ে থাকতে দেখে সবাইকে খবর দেয়।

এ খবর পেয়ে মোড়েলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইটভাটার মধ্যে বিদু্যৎস্পৃষ্টে তার মৃতু্য হতে পারে।

মোড়েলগঞ্জ থানার ওসি মোহাম্মাদ শামসুদ্দিন জানান, 'রাকিবের হাতে ও বুকে বিদু্যৎস্পৃষ্টের ক্ষত রয়েছে। মৃতু্যর সঠিক কারণ উদ্ঘাটনে লাশের ময়নাতদন্ত করতে মর্গে প্রেরণ করা হয়েছে। এরপর বাকি আইনগত প্রক্রিয়া সম্পন্ন হবে।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে নেশার টাকা না পেয়ে মাকে মরধর করে গলায় ফাঁস নিয়ে ভোলা মিয়া (২৪) নামের যুবক আত্মহত্যা করেছে। শনিবার বিকালের দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। নিহত যুবক ওই গ্রামের লেবু মিয়ার ছেলে। গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে মারিয়া আক্তার (১২) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে উপজেলার খাগকান্দা ইউনিয়নের চম্পকনগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মারিয়া ওই গ্রামের প্রবাসী আনোয়ার হোসেনের মেয়ে এবং স্থানীয় কবি নজরুল স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্রী ছিলেন। তার মৃতু্য রহস্যজনক বলে ধারণা করা হচ্ছে।

আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসান উলস্নাহ জানান, পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে বলে ওসি মন্তব্য করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে