রোববার, ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

স্বদেশ ডেস্ক
  ০১ জুলাই ২০২৪, ০০:০০
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু
এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা -যাযাদি

সারাদেশে চলতি বছরের এইচএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। রোববার প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন ২০২৪ এইচএসসি পরীক্ষায় ১ লাখ ১৩ হাজার ৪২০ পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।

1

এদের মধ্যে ছাত্রীর সংখ্যা হচ্ছে ৫৭ হাজার ৭০২ জন এবং ছাত্রের সংখ্যা হচ্ছে ৫৫ হাজার ৭১৮ জন।

এ বছর এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৩১ হাজার ৯৩৫, মানবিক বিভাগ থেকে ৭২ হাজার ৫৩২ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৮ হাজার ৯৫৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ উপজেলা থেকে অংশগ্রহণ করেছে মোট ১ হাজার ৬৪৬ জন শিক্ষার্থী। তবে প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৭ জন পরীক্ষার্থী।

পরীক্ষা কেন্দ্রের সার্বিক আইন-শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্য সার্বিক মনিটরিং করছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমি শিক্ষা কর্মকর্তা মো. বজলুর রহমান আনছারী, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ।

হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি জানান, চাঁদপুরের হাইমচর উপজেলায় এ বছর এইচএসসিতে ৫১৬, বিএম শাখা ৮৪, বিজ্ঞান ভোকেশনাল শাখা ১০০ জন অংশগ্রহণ করেন। এদের মধ্যে ১৫ জন অনুপস্থিত ছিলেন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসায় কেন্দ্রে আলিম পরীক্ষায় ৯৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। মোট পরীক্ষার্থী ছিল ৯৯ জন।

হাইমচর সরকারি মহাবিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সদস্য সচিব জেনারেল মজিবুর হক গাজী, বিএম শাখা সদস্য সচিব রবি উলস্না, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাইমচর সরকারি মহাবিদ্যালয় অধ্যক্ষ কামরুল ইসলাম।

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় প্রথম দিনের এইচএসসি পরীক্ষায় ২ হাজার ৩৮৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। অনুপস্থিত ছিলেন ১৮ জন। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য হালুয়াঘাট টেকনিক্যাল কলেজের এক পরিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করেছেন উপজেলা নির্বাহী অফিসার আবিদুর রহমান। এ বছর হালুয়াঘাটে মোট ৭টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষা নকল মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ সম্পন্ন করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার আবিদুর রহমান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়র হেসেন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের ত্রিশ মিনিট পূর্বে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়েছে। নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটির রাজস্থলীতে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার একমাত্র কেন্দ্র রাজস্থলী সরকারি কলেজে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা ও বিএম শাখা বিভাগে মোট ৪৮২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এ তথ্য জানিয়েছেন রাজস্থলী সরকারি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপানন্দ দাশ।

প্রথম দিন কেন্দ্র পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র বলেন, 'রাজস্থলী উপজেলার একমাত্র কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পাদনের লক্ষ্যে বোর্ডের নির্দেশনা মোতাবেক আমাদের সব প্রস্তুতি রয়েছে। পরীক্ষা চলাকালে কোনো বিশৃঙ্খলা নজরে পড়েনি।' এবার প্রথম দিনে ৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র।

মান্দা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর মান্দায় নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের বাংলা পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে ৫২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ জন, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ৪৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ জন, চকউলী ডিগ্রি কলেজ কেন্দ্রে ৪২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ জন এবং গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজ কেন্দ্রে ৫৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ জন অনুপস্থিত ছিলেন।

অপরদিকে, ইনডেকস টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ কেন্দ্রে ১৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ জন এবং সাতবাড়িয়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ কেন্দ্রে ১৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ জন অনুপস্থিত ছিলেন। এছাড়াও রেবা আখতার আলিম মাদ্রসা কেন্দ্রে আলিম পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ সময় মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ বেদারুল ইসলাম মকুল সচিব বলেন অবাধ, সুষ্ঠু এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে আমরা বদ্ধপরিকর।

এ ব্যাপারে মান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ্‌ আলম সেখ বলেন, 'পরীক্ষা চলাকালীন সময়ে যেন কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে আমরা ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। যে যার অবস্থান থেকে পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করবেন বলে আশাবাদী।'

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি জানান, খুলনার পাইকগাছায় এইচএসসি ও সমমান পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনের পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম ও ওসি ওবাইদুর রহমান।

রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ৬ কেন্দ্র ও ৩টি ভেনু্য কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের পরীক্ষায় মোট ২ হাজার ১৬৬ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২ হাজার ১২৮ জন, অনুপস্থিত ছিল ৩৮ জন পরীক্ষার্থী।

এর মধ্যে পাইকগাছা সরকারি কলেজ কেন্দ্রে ২৯২ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ২৯০, অনুপস্থিত ২। ফসিয়ার রহমান মহিলা কলেজ কেন্দ্রে ২৩০ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ২২৪, অনুপস্থিত ৬। কপিলমুনি কলেজ কেন্দ্র ও হরিঢালী মহিলা কলেজ ভেনু্য কেন্দ্রে ৩৭১ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ৩৬৮, অনুপস্থিত ৩। রাড়ুলী আরকেবিকে হরিশ্চন্দ্র কলেজিয়েট কেন্দ্র ও রাড়ুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেনু্য কেন্দ্রে ৬৬১ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ৬৫৫, অনুপস্থিত ৫। শহীদ আয়ুব ও মুসা মেমোরিয়াল ডিগ্রি কলেজ কেন্দ্র ও গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউট ভেনু্য কেন্দ্রে ৪৪৮ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ৪৪৬, অনুপস্থিত ২। পাইকগাছা সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ১৬৪ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ১৪৫, অনুপস্থিত ১৯ ছিল।

বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে