রোববার, ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

একটি গ্রম্নপ ঘুরছে আমাকে মেরে ফেলার জন্য :ব্যারিস্টার সুমন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
  ০১ জুলাই ২০২৪, ০০:০০
একটি গ্রম্নপ ঘুরছে আমাকে মেরে ফেলার জন্য :ব্যারিস্টার সুমন
হবিগঞ্জের চুনারুঘাটের ডিসিপি হাইস্কুল মাঠে ফুটবল খেলা শেষে সাংবাদিক প্রশ্নের জবাব দেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন -যাযাদি

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, দুই তিন দিন ধরে একটি গ্রম্নপ ঘুরছে আমাকে মেরে ফেলার জন্য। যেভাবেই হোক আমি খবর পেয়েছি। এমন খবর জানার পর মাঠে কেউ খেলার কথা নয়। আমি চাই চুনারুঘাটে মরলেই সবচেয়ে বেশি খুশি হবো। যাতে আমি মরলে আমার দাফন চুনারুঘাটের মাটিতেই হয়।'

শুক্রবার হবিগঞ্জের চুনারুঘাটের ডিসিপি হাইস্কুল মাঠে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম কসবা  শাহ আলম খান ফুটবল একাদশ ক্লাবের খেলায় অংশগ্রহণকালে তিনি এসব কথা বলেন।

1

সুমন এমপি বলেন, 'কারও ভয়ে আমার কোন কাজ বন্ধ করব না। আমি এ খবর শোনার পর আপাতত এক্সট্রা সিকিউরিটি রাখছি। আপনারা কয়েক দিন সেলফি তুলতে আসবেন না।'

এ বিষয়ে রাতে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ হিলেস্নাল রায় জানান, 'আমরা বিষয়টি অবগত হয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অনুসন্ধানক্রমে ব্যবস্থা গ্রহণ করা হবে। গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে